শ্বাসরুদ্ধকর সেরা ৭ একশন থ্রিলার ২০২৪

শ্বাসরুদ্ধকর সেরা ৭ একশন থ্রিলার ২০২৪

শ্বাসরুদ্ধকর সেরা ৭ একশন থ্রিলার ২০২৪

01. Name: Dorod 2024

  • Genres: Psychological, Thriller
  • Cast: Shakib Khan, Sonal Chouhan, Payel Sarkar, Rahul Dev,Safa Marua,Elina Shammy,Biswajeet Chakrabarty,Rajesh Sharma etc..
  • Released: 15 November 2024
  • P.R: 06/10

অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যু ঘটল সুপারস্টার শারফারাজ খানের। কয়েকদিন পর,একইভাবে ডাক্তার মিজানুর নিজ চেম্বারে খুন হলেন। তদন্তের ভার এসে পড়ল ইন্সপেক্টর অগ্নির উপর। ফরেনসিক রিপোর্টের মাধ্যমে,লাশের শরীরে বিষের প্রভাব শনাক্ত করলেন।খুনের প্যাটার্ন সেম। জিজ্ঞাসাবাদ শুরু করলেন প্রত্যেককে। সন্দেহের তীর কখনো যায় প্রযোজকের উপর,কখনো পরিচালকের উপর,আবার কখনো কো-আর্টিস্ট তৃণার উপর। মূল ক্রিমিনাল কে? কেনই বা তাদের খুন করলো?

মেগাস্টার শাকিব খানের পারফরম্যান্স সিনেমার অন্যতম পজেটিভ দিক।প্রিয়তমা থেকেই ব্যাক টু ব্যাক তার পারফরম্যান্স দারুণ হচ্ছে। সোনাল চৌহান ও খুব ভালো করেছে।ক্যামিস্ট্রি ভালো ছিল। হিন্দিতে Loot Le Tu,Jism Se Tere,Zindagi Tujhse (বাংলাতে ইমরান) গান গুলো সেরা। পায়েল সরকার বেশ ভাল করেছে। টুইস্ট টা দারুণ। এন্ডিং টা বেশ ইমপ্যাক্টফুল। বিজিএম ভালো।

থ্রিলার সিনেমায় থ্রিল টাই মিসিং। কে খুন করছে,কিভাবে করছে সব স্পষ্ট দেখিয়ে দিচ্ছে। থ্রিল ফিল আসবে কিভাবে? প্রেডিক্টেবল স্টোরি।ক্রাইম গুলো হাইডলি প্রেজেন্ট করতে পারতো। ডিরেকশনে ঘাটতি লক্ষ্য করা গেছে। কিছু জায়গায় আজাইরা বিজিএম দেয়ার কোন দরকার ছিল না। ডাবিং এত্ত বাজে। সোনালের ডাবিং এ কোন রশ কশ নাই।বাজে ডাবিং এর কারনে,সোনালের চরিত্রের প্রতি ইমুশন তৈরি হয়না।পায়েলের পেট ফুলিয়ে রেখেছে, কিছু একটা দিয়ে।বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে।জেলে অত্যাচারের সিকুয়েন্সে, বুঝাই যাচ্ছে লাঠি শরীরের কিছুটা উপরে, সংস্পর্শ ও হচ্ছে না। কি একটা অবস্থা। পার্শ্ব চরিত্রগুলো তেমন স্পেস পায় নি। রাহুল দেব কে সুপারস্টার হিসেবে মানায় নি। পুরো সিনেমায় মাত্র একটা একশন সিন। ক্লাইম্যাক্সের অতীতের টুইস্ট টা লিপস্টিক সিনেমা থেকে ঝেড়ে দেয়া,লিপস্টিক যারা দেখেছেন তারা জানবেন।

সব মিলিয়ে “দরদ” মোটামুটি একটা সিনেমা।অনেক ত্রুটি খালি চোখেই ধরা পড়েছে।আশা করি,সামনে অনন্য মামুন এসবে নজর দিবে। তবে প্রচারণা, হাইপ ও দীর্ঘ অপেক্ষা অনুযায়ী এক্সপেকটেশন আরো বেশি ছিল।

02. Name: Level Cross (Malayalam) 2024

  • Genres: Psychological, Thriller
  • Cast: Asif Ali,Amala Paul,Sharaf U Deen etc..
  • Released: 26 July 2024
  • P.R: 7.5/10

মরুভূমিতে রেলুওয়ের লেভেল ক্রসিং এর কাজ করেন রঘু। নির্জন এই মরুভূমিতে কেউ আসেও না,আসলেও যাওয়ার উপায় নেই। একদিন রঘু লক্ষ্য করে,একটা যুবতী মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। রঘু তাকে বাসায় নিয়ে,সেবা- শুশ্রূষা করে। মেয়েটির নাম চৈতালি। নিজের হাজব্যান্ডের অত্যাচার থেকে বাচতে,ট্রেন থেকে লাফ দিয়েছিল। মূল ঘটনা কি? কে এই চৈতালি? রঘুই বা এই নির্জন স্থানে কেন থাকে?
তাদের লাইফ সম্পর্কে জানতে সিনেমাটা দেখুন।

আসিফ আলির লুক,গেট আপ মারাত্মক হয়েছে। সাথে এক্সপ্রেশন, পারফরম্যান্স টপনচ ছিল। অমলা পাল ও দারুণ কাজ করেছে।তাকে Aadai এর পারফরম্যান্স থেকেই ভাল লাগে। দারুণ টুইস্ট, সেকেন্ডে সেকেন্ডে থ্রিল, সাসপেন্স বজায় ছিল। বারবার গল্পের মোড় ঘুড়িয়ে দিয়েছে পরিচালক,যা প্রশংসনীয়। ফার্স্ট এর দিকে,স্ক্রিনপ্লে খুব স্লো। অনেক ঘটনা জাস্ট মুখে বলে দিয়েছে, সেগুলো সিকুয়েন্স এর মাধ্যমে দেখালে আরো ইমপ্যাক্টফুল হতো। ক্লাইম্যাক্স এর আগে, টুইস্ট টা ধরে ফেলতে পারবেন। সবমিলিয়ে বেশ ভাল লেগেছে। দেখতে পারেন।

03. Name: Devara : Part 1 (Telugu) 2024

  • Genres: Action, Thriller
  • Cast: NTR, Saif Ali Khan,Jahnvi Kapoor, Shruti Marathe,Zarina Wahab, Prakash Raz,Murali Sharma,Ajay etc..
  • Released: 27 September 2024
  • P.R: 07/10

দেভারা ও তার গ্যাং টাকার বিনিময়ে সমুদ্রে জাহাজে লুট করে। গ্রামবাসীর বিপদে সাহায্য করা ও গরিবদের দান করাও দেভারার একটি গুন। যার কারনে,তার আসল পরিচয় গ্রামবাসী জানে না,তাকে ভাল মনে করে। একসময়, দেভারা তার ভুল বুঝতে পারে। এবং, লুটেরা গ্যাং এর বিরুদ্ধে চলে যায়। সমুদ্রে নিজের আধিপত্য বিস্তার করে।প্রত্যেকের মনে ভয় সৃষ্টি করে, যাতে কেউ সমুদ্রে লুট করার সাহস না করে। কিন্তু, দেভারাকে গ্রামবাসী দেখে না বহু বছর ধরে, একপ্রকার ছায়ার মতো বিস্তার করছে দেভারা। দেভারা এখন কোথায়? কিভাবে সে সমুদ্রকে অপরাধ কর্ম থেকে রক্ষা করবে?

NTR এর পারফরম্যান্স মারাত্মক হয়েছে। RRR এর পর,ভালো কামব্যাকই বলা যায়। তার লুক,একশন,বিজিএম,ইমুশনাল সিকুয়েন্স গুলো ভালভাবে ফুটিয়ে তুলেছে। সাইফ আলির অভিনয় ভালো ছিল। প্রকাশ রাজ । ক্লাইম্যাক্সের টুইস্ট টা দারুণ। এন্ডিং টা মোটামুটি ঠিকঠাক বলা যায়। সাইফ আলির ক্যারেক্টর টা অত সাহসী না,ভীতু টাইপ।যার কারনে, হিরো -ভিলেন লড়াই জমে নি,তাদের মধ্যকার একশন ও কম ছিল। সাইফের স্ক্রিন টাইম ও বেশ কম লেগেছে। জাহ্নভি কাপুর জাস্ট শো পিছ।তার কোন কাজ নেই। লাভ এংগেল ও তেমন বিল্ড আপ নেই। ভিএফএক্স কিছু জায়গায় দূর্বল মনে হয়েছে। আর এন্ডিং ত বাহুবালি টাইপ,তা সবারই জানা। দেখা যাক সিকুয়েল আনে কিনা। দেখতে পারেন।

04. Name: Boomerang 2024

  • Genres: Science Fiction, Comedy, Drama
  • Cast: Jeet,Rukmini Maitra,Shourav Das,Kharaj Mukherjee, Rajatav Dutt,Amborish Bhattacharya,Debleena etc…
  • Released: 07 June 2024
  • P.R: 7.5/10

সমর একজন বিজ্ঞানী,যে কিনা এবার হিউম্যান রোবট বানাতে চায়। ডোনার ও পেয়ে যায়।পরবর্তীতে, ২ টি কঠিন শর্ত নিয়েই, নিজের কাজ শুরু করে। একসময় কঠোর পরিশ্রমের ফলে,প্রেমিকা ঈশার মতো দেখতে একটি রোবট বানিয়ে ফেলে। যার নাম ঠিক করে নিশা। এই রোবট নিয়েই শুরু হয়,একের পর এক গন্ডগোল। রোবট নিয়ে তৈরি হওয়া, এই বুমেরাং এর শেষ কোথায়?

বাংলাতে এরকম কাজ ১ম।জিতকে আবারো ফ্যামিলি ড্রামা তে দেখে ভাল লাগল। জিতের এন্ট্রি,সেখানে ব্যাবহৃত সুপার বাইক, ক্লাইম্যাক্স রোবটের একশন সিকুয়েন্স স্পেশাল। রুকমিনির ডাবল রোল।স্পেশালি রোবট নিশার চরিত্রে পারফরম্যান্স মারাত্মক ছিল। এতটাও এক্সপেক্ট করিনি। খরাজের ভিলেন রোল। সৌরভ দাস-জিতের কমেডি কম্বিনেশন দারুণ।ল্যাব রুম ডিজাইন 👏। অদ্বীতীয়া গান 💓

বাদবাকি গান গুলো তেমন জমে নি। “বন বন” শিরোনামের গান টা ফালতু লেগেছে । হিন্দিতে সেম টাইপ স্টোরি নিয়ে,এ বছরেই রিলিজ হয়েছে Teri Batoon Mein Aisa Uljha Jiya. . গল্প অন্য বইয়ের অনুকরণে হলেও,কিছুটা মিল তো ছিল। সব মিলিয়ে বেশ ভাল।Fresh comedy vibe ছিল। পরিবার নিয়ে ইঞ্জয় করতে পারেন।

05. Name: Bade Miyan Chote Miyan (Hindi) 2024

  • Genres: Science Fiction,Action,Thriller
  • Cast: Akshay Kumar, Tiger Shroff,Prithviraj Sukumaran, Manoshi Chillar, Alaya, Ronit Roy,Sonakshi Sinha etc..
  • Released: 10 April 2024
  • P. R: 5.5/10

ভারতীয় সৈন্যদের হত্যা করে, Weapon কেড়ে নেয় মাস্ক পরিহিত এক ক্রিমিনাল। যে Weapon এর মাধ্যমে ভারতকে শেষ করে দেয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে,ডিপার্টমেন্টের চৌকশ অফিসার ফিরোজ (বড় মিয়া) ও রাকেশ (ছোট মিয়া) কে অপারেশনে পাঠানো হয়। যারা তাদের প্রতিপক্ষকে দেখে,রীতিমতো চমকে যায়। কে সেই মাস্ক পরিহিত ক্রিমিনাল? তাদের চেনা কেউ?কেন ভারতকে ধ্বংস করতে চায়?

Prithviraj Sukumaran এর পারফরম্যান্স দারুণ ছিল। বিরতির আগে মাস্ক উন্মোচন করার সিকুয়েন্স টা দারুন। ইন্টারভাল ব্লক প্রশংসনীয়। তার ব্যাকস্টোরি টাই সিনেমার মুল আকর্ষণ, আমার মতে।অক্ষয়,টাইগারের ফানি,কমিক পারফরম্যান্স ও বন্ডিং টা ভালো। মানষী ছিল্লার ভালো স্ক্রিন টাইম পেয়েছে। অভিনয় এ নজর দিলে,ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায়। একশন সিকুয়েন্স মোটামুটি। রনিত রয় ভালো করেছে। Mast Malang Jhoom গানটা তুলনামূলক ভালো।

গল্প খুবই উইক।সেই টিপিক্যাল বলিউড সিনেমারই।ভারতে এটাক,দেশপ্রেম নিয়ে গত বছর থেকেই কয়েকটি দেখা হয়ে গেছে। প্রেজেন্টেশন, মেকিং ভালো হলেও কথা ছিল। আলি আব্বাস জাফরের থেকে অনেক এক্সপেকটেশন ছিল।দিনশেষে তিনিও হতাশ করলেন। অক্ষয়-টাইগারকে দিয়ে পুরো সিনেমা জুড়ে একটাও Mass Moment তৈরি করতে পারেন নি। একজনের থেকে আরেকজনের অভিনয়ে টেক্কা দেয়ার মতো কোন চিন্তাভাবনা ই ছিল না তাদের। আলেয়া ও সোনাক্ষীর কোন বিশেষ পারফরম্যান্স চোখে পড়ে নি।

Prithviraj এর ক্যারেক্টর টা “পাঠান” সিনেমার জিম ক্যারেক্টর এর আদতেই তৈরি। তাই নতুনত্ব পাইনি। ভেবেছিলাম Prithviraj কে স্ট্রং ভিলেন হিসেবে প্রেজেন্ট করবে।তাও না। পুরো উইক ভাবে প্রেজেন্ট করেছে। ক্লাইম্যাক্সেও সময় নিয়ে ফাইটিং দেখায়নি,তাড়াহুড়ো করে শেষ করে দিয়েছে। মোটকথা, চরমভাবে হতাশ করেছে সিনেমাটি। Prithviraj এর পারফরম্যান্স ও ব্যাকস্টোরির জন্য, চাইলে দেখতে পারেন।

06. Name: Crew (Hindi)

  • Genres: Heist,Comedy,Thriller
  • Cast: Kareena Kapoor, Tabu,Kriti Sanon,Saswata Chatterjee, Kapil Sharma,Diljeet, Rajesh Sharma etc…
  • Released: 29 March 2024
  • P.R: 07/10

জেসমিন,দিব্যা ও গীতা ৩ জন কুহিনুর এয়ারলাইনস এর Air Hostage.. এয়ারলাইনসের সমস্যা থাকার জন্য, কেউই সময়মতো পেমেন্ট পাচ্ছিল না। যার কারনে আর্থিকভাবে অসচ্ছল জীবন কাটাতে হয় তাদের। একদিন ডিউটিতে থাকাকালীন, একজন যাত্রী মারা যায়।তাকে চেক করে ৩ জনই অবাক হয়।কেননা,লোকই ছিল স্বর্ণ পাচারকারী। লোভে পড়ে তারা ৩ জন,এই স্বর্ন পাচারে নেমে পড়ে এবং আর্থিক উন্নতি ঘটতে থাকে। এই অপরাধের শেষ কোথায়? নাকি নিজেরাই অন্য কারো চক্রে আবদ্ধ?

কারিনা,টাবু,কৃতি ৩ জনেরই বন্ডিং জমেছে বেশ। দিলজিত, শাশ্বত,রাজেশ রাও নিজেদের জায়গায় ভালো করেছে। ভালো টুইস্ট ছিল। কমেডি গুলো ইঞ্জয়েবল। লাস্ট ২০ মিনিট জমজমাট। অধিক ড্রামার জন্য মাঝে মাঝে বোর ফিল হয়েছি। একঘেয়েমিতার অন্যতম কারন হলো,একই বিষয় বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো। বেশ ভালো। দেখতে পারেন।

07. Name: Parking (Tamil) 2023

  • Genres: Drama,Thriller
  • Cast: Harish Kalyan,Induja Ravichandran,MS Bhaskar,Prathana Nathan,Ilavarasu,Rama etc…
  • Released: 01 December 2023
  • P.R: 08/10

সুখি দম্পতি ঈশ্বর ও আধিকা। থাকার জন্য নতুন বাসা খোজছে। একসময় একটা বাসা তাদের পছন্দ হয়।দিন কাল ভালোই চলছিল। নিচতলার পরিবারের সাথে ভালোই সখ্যতা গড়ে উঠে তাদের। কিন্তু,যখনই ঈশ্বর একটা গাড়ি কেনে,গাড়ি পার্কিং নিয়ে শুরু হয় বিপত্তি।তাও আবার নিচতলায় থাকা বয়স্ক ব্যাক্তির সাথে । এই সামান্য গাড়ি পার্কিং নিয়ে,ইগোর লড়াই কতদুর গড়ায়? সেটা বিস্তারিত জানতে হলে সিনেমাটা দেখুন।

ফ্রেশ কন্টেন্ট, বেশ ভিন্নরকম একটা গল্প।প্রত্যেকে দারুণ অভিনয় করেছে। বিশেষ করে, হরিশ কল্যান ও ভাস্করের ইগোর লড়াই দেখার মতো ছিল। ছোট এরেঞ্জমেন্টেও, টান টান উত্তেজনা বহাল রেখেছে। সামান্য গল্পকে,দারুণ ভাবে উপস্থাপন করা হয়েছে। যার কারনে, কোন কিছুই অতিরঞ্জিত মনে হবে না। মনে হবে,এটাই যেন পরিস্থিতি বাধ্য করেছে। ক্লাইম্যাক্সে,ভালো একটা মেসেজ ছিল। বেশ ভাল একটা সিনেমা। দেখতে পারেন।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *