পাগলকরা টপ ১০ ড্রামা-একশন
01. Name: Laapataa Ladies (Hindi) 2024
- Genres: Comedy,Drama,
- Cast: Sparsh Sribastab,Prativa Ranta,Nitansi Goyel,Ravi Kishan,Chaya Kadam,Durgesh Kumar etc..
- Released: 01 March 2024
- P.R: 7.5/10
সদ্য পারিবারিকভাবে বিয়ে হলো দীপক ও ফুলের।ফুলের মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল। যার কারনে রেলওয়ে স্টেশনে দীপক অন্য আরেক জনকে ফুল ভেবে তুলে আনে। পরবর্তীতে, দীপক তার স্ত্রীকে পাওয়ার জন্য, থানায় মিসিং কেস করে। পুলিশ ও তদন্ত শুরু করে। দীপক কাকে ঘরে এনেছে? তার পরিচয় কি? ফুল কে কি আদৌ খুজে পাবে?
গল্পটা বেশ ভিন্নরকম,ফ্রেশ। মুল চরিত্রের প্রত্যেকে দারুণ অভিনয় করেছে,যারা নবাগত।স্পেশালি লাস্ট ৩০ মিনিট মারাত্মক ছিল। যার কারনে সিনেমা শেষেও একটা ঘোর,মায়া কাজ করে। ইমুশনাল সিকুয়েন্স, কুসংস্কারের বিরোধীতা, নারী অগ্রসর,শিক্ষা ইত্যাদি বিষয়ে ভালো মেসেজ ছিল।সাসপেন্স, টুইস্ট আকারে উপস্থাপন করছে,যা এক্সাইটেড ফিল করায়। পুলিশ চরিত্রে সুদিপ কিষানের অভিনয় ভাল ছিল। এছাড়া, ছায়া কদমের পারফরম্যান্স টাও মনে রাখার মতো।
ফার্স্ট হাফ স্লো ছিল খুব। গল্প তেমন এগোয় নি ফার্স্ট হাফে। যার কারনে তখন বোর ফিল হয়। মুলত যা খেল দেখানোর, তা লাস্ট আধা ঘণ্টায়ই দেখায়। সব মিলিয়ে বেশ ভাল একটা সিনেমা। আমির খানের প্রোডাকশন এর সিনেমা। তার উপরে তার স্ত্রী কিরন রাও পরিচালক। তাই,দ্বিধায় না ভুগে, অনায়াসে দেখতে পারেন।
02. ওয়েবসিরিজ: যাহা বলিব সত্য বলিব 2024
- জনরা: কোর্ট রুম, ড্রামা
- অভিনয়ে: মিমি চক্রবর্তী, টোটা রয় চৌধুরী, অনুজয় চ্যাটার্জি, জয়দীপ মুখার্জি, রহিদ দে,প্রান্তিক ব্যানার্জি সহ আরো অনেকে
- মুক্তি: ৫ জানুয়ারি ২০২৪
- ব্যাক্তিগত রেটিং: ৭.৫/১০
৩১ ডিসেম্বর মধ্যরাতে, কলকাতার বুকে ঘটে যায় এক দাঙ্গা। যেই দাঙ্গায় মারাত্মক ভাবে আহত হয় অফিসার তাপস সাহা।পরবর্তীতে,চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তিনি মৃত্যুবরন করে। আশ্চর্যজনক ভাবে,যারা দাঙ্গায় যুক্ত ছিল,তারাও পেশায় পুলিশ অফিসার। সেদিন অফ ডিউটি ছিল। তাপস সাহার মৃত্যুতে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কেস করা হয়।যেটা পরবর্তীতে এডভোকেট প্রীতি সিনহা হেন্ডেল করে। এবং,তার বিপরীতে সর্বোচ্চ কেস জয়ী এডভোকেট জয়রাজ সিংহ। আদালত কি ন্যায়বিচার দিতে সক্ষম হবে? কেসে কে জয়লাভ হবে?
মিমি চক্রবর্তীর অভিনয় দারুন ছিল। অনেক দিন পর,আবারো ভালো পারফরম্যান্স।টোটা রয় চৌধুরীর সংলাপ বলার ধরন দারুন। সাথে ক্যারেক্টারাইজেশন প্রশংসনীয়। কিছু টুইস্ট ছিল, যেগুলো ভালো। কোর্ট রুম লড়াইটাও ভালো জমেছে। পুলিশ অফিসার চরিত্রটা ভালো করেছে।
সব মিলিয়ে মোটামুটি বেশ ভাল একটা সিরিজ। সত্য ঘটনা অবলম্বনে ছিল। চাইলে দেখতে পারেন।
03. Name: Kaatera (Kannada) 2023
- Genres: Crime,Action,Drama
- Cast: Darshan,Aradhana Ram,Jagapathy Babu,Vijanath etc…
- Released: 29 December 2023
- P.R: 7.3/10
গ্রামের কৃষকদের জিম্মি করে রেখেছে প্রভাবশালী জমিদার।সাহায্যের নাম করে, বছরের পর বছর শোষন করে যাচ্ছে দরিদ্র কৃষকদের।
এদিকে কাতেরা নামের এক যুবক,যে কিনা ধারালো অস্ত্র তৈরি করে,অর্থাৎ কামার। একদিন,তার বোনের সাথে অসভ্যতামি করে জমিদারের ভাই।পরবর্তীতে,জমিদারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কাতেরা। কিভাবে গ্রামের সকলের ভরসার পাত্র হয়ে উঠে কাতেরা? বিস্তারিত জানতে হলে দেখে ফেলুন সিনেমাটা।
দর্শনের অভিনয় আমার খুব ভাল লেগেছে। বিশেষ করে,তার বয়স্ক লুকের মেক আপটা দারুণ হয়েছে।উড়াধুরা একশন সিকুয়েন্স গুলো ইঞ্জয়েবল। গুহার ভেতরের একশন সিকুয়েন্স টাতে নৃশংসতা ছিল কিছু। ক্লাইম্যাক্সে,গ্রামবাসীদের উদ্দেশ্যে কাতেরার সংলাপ গুলো সামাজিক বার্তা দিয়েছে। জগপতি বাবু ভালো করেছে। নায়িকা চরিত্রটি মোটামুটি ভালো করেছে। মূল গল্প আহামরি কিছু না।জগপতি বাবুর এরকম ক্যারেক্টর আগেও দেখেছি। যেমন Rangasthalam এ। মাঝে গল্প খুব স্লো হয়ে যায়। একশন সিকুয়েন্স গুলোতে অত রিয়েলিটি ব্যাপার পাবেন না।তাই লজিক না খোজাই ভালো। দর্শনের জন্য চাইলে দেখতেই পারেন।
04. Name: Devil: The British Secret Agent (Telugu) 2023
- Genres: Crime,Action,Thriller
- Cast: Nandamuri Kalyan Ram,Samyuktha Manon,Ilnaz,Adward Sanenblik,Ajay etc..
- Released: 29 December 2023
- P.R: 08/10
জমিদারের মেয়ে গতরাতে খুন হয়েছে। ব্রিটিশ পুলিশ জমিদারকে এরেস্ট করে। তাদের ধারণা অনুযায়ী,একমাত্র মেয়েকে বাড়ির চাকরের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখেই,জমিদার ভুলবশত খুন করে ফেলে। পরবর্তীতে,আরো খুটিনাটি তদন্ত করতে হাজির হয় এক স্পেশাল অফিসার। যার কোড নেম ডেভিল। মুলত সে রাতে কি ঘটেছিল? প্রকৃত খুনি কে? এজেন্ট ডেভিলের রহস্য কি?
গল্পের প্রেজেন্টেশন দারুন। একের পর এক টুইস্ট সিনেমা কে আরো প্রানবন্ত করে তুলেছে। নান্দামুরি কল্যান রামের লুক,চোখের এক্সপ্রেশন মারাত্মক।সাপোর্টিং ক্যারেক্টর গুলো ভালো ছিল। একশন সিকুয়েন্স গুলো ভালো,বড় পরিসরে। ফার্স্ট হাফে গল্প এক বিষয়কে কেন্দ্র করে, পরবর্তীতে যোগ হয় নতুন আরেক টপিক। সম্যুক্তা মেনন কে দেখতে ভাল লাগে,ভালো স্ক্রিন প্রেজেন্স পেয়েছে । ব্রিটিশ বনাম ভারত আগেও দেখেছি।তাই মুল গল্প নতুন নয়। বেশ ভাল। চাইলে দেখতে পারেন।
05. নাম: ডক্টর বক্সী 2023
- জনরা: সাইন্স ফিকশন, ক্রাইম,থ্রিলার
- অভিনয়ে: পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী,বনি সেনগুপ্ত, মাহ কর,রাহুল রয় সহ আরো অনেকে
- মুক্তি: ২০ জানুয়ারি ২০২৩
- ব্যাক্তিগত রেটিং: ৭.৫/১০
মৃনালিনী একজন বিখ্যাত লেখিকা।একদিন তার বাসায় একজনের লাশ পাওয়া যায়।যার ফলশ্রুতিতে, ফোনের অপর পাশে,কেউ একজন তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে।একের পর এক টাস্ক দিতে থাকে।মৃনালিনীও সেই টাস্ক পূরন করতে থাকে। বাচাতে থাকে অনেক নিরীহ-নিষ্পাপ শিশুদের। কিন্তু,একদিন মৃনালিনীর গাড়িতে হামলা হয়। এবং,গল্প ঘুরে যায় ৯০ ডিগ্রি এঙ্গেলে। অনেক প্রশ্ন। প্রথমত,ফোনের অপর পাশের ব্যাক্তিটি কে? কেনই বা আড়ালে থেকে টাস্ক দিচ্ছে? গাড়িতে এটাক করলো কে? অতীতের মূল ঘটনা কি?
✅ কলকাতা ইন্ডাস্ট্রি থেকে ড্রামা দেখে দেখে মোটামুটি বোরই হয়ে গিয়েছিলাম। এই সিনেমা টা একটু স্বস্তি দিয়েছে। বোর হইনি। টান টান উত্তেজনা ছিল শুরু থেকেই। ফার্স্ট হাফ ও দারুণ, সেকেন্ড হাফ সেটাকেও টপকে যায়। স্টোরি টেলিং বেশ ফাস্ট। পরমব্রতর লুকটা দারুণ ছিল। গল্পটা ও ভাল। লাস্টের দিকে,লুপিং সিকুয়েন্স টা অনবদ্য। এরকম ভাবে যদি কাউকে শাস্তি দেয়া যেতো,তাহলে কিরকম টাই না হতো।এমন একটা ভাবনা আসবে সিনেমার ক্লাইম্যাক্স দেখে।
বনির ইমুশনাল পারফরম্যান্স একেবারেই খাপছাড়া। তার ব্যাকস্টোরি টা সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ দিক,অথচ সেটাকে পুরোপুরি নষ্ট করলো বনি।পরমব্রত কিংবা শুভশ্রী কেউই মনে রাখার মতো পারফরম্যান্স দিতে পারেনি। As usual.. সবাই কেন পরমব্রতর কাছে যায় সাহায্য চেতে,তার কোন ব্যাখ্যাই পাবেন না সিনেমা জুড়ে। এমনকি,পরমব্রতর ক্যারেক্টারাইজেশনেও রয়েছে বেশ ঘাপলা। তা দেখলেই বুঝবেন।
Special Mention: পরমব্রত- কোয়েল জুটির এর আগে “বনি” নামের একটা সিনেমা রিলিজ হয়েছিল।যেটা সাইন্স ফিকশন জনরারই। তাই সেটাও দেখতে পারেন। ভালো ছিল। সব মিলিয়ে ডক্টর বক্সী বেশ ভাল একটা সিনেমা,যদিও কিছু ত্রুটি রয়েছে। দেখতে পারেন। ❤️
06. ওয়েবফিল্ম: অসময় 2024
- জনরা: কমেডি,ড্রামা
- অভিনয়ে: তাসনিয়া ফারিন,তারিক আনাম খান, মনিরা মিঠু,শাশ্বত দত্ত,রুনা খান,ইন্তেখাব দিনার,ইরেশ যাকের,শারাফ আহমেদ জীবন,শাহেদ আলি সহ আরো অনেকে
- মুক্তি: ১৮ জানুয়ারি ২০২৪
- ব্যাক্তিগত রেটিং: ০৫/১০
ঊর্বি মধ্যবিত্ত পরিবারের মেয়ে।পড়ালেখা চালিয়ে যাওয়ার ইচ্ছা,যদিও বাবা চাচ্ছে বিয়ে দিয়ে দিতে।পরবর্তীতে, জমি বিক্রি করে, ঊর্বিকে নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয় তার বাবা।শুরুতে ভালই চলছিল সবকিছু। একরাতে বাসা থেকে মিথ্যে বলে, বন্ধুদের সাথে পার্টি দিতে যায়। এবং,সেখানেই ঘটে বিপত্তি। একটা খুনের মামলায় ফেসে যায় ঊর্বি। পরনের পোশাক দেখে,ঊর্বির বাবা মাও তাকে ভুল বোঝে। সেদিন রাতে মূলত কি ঘটেছিল? ঊর্বি কি ন্যায়বিচার পাবে?
তাসনিয়া ফারিনের অভিনয় মোটামুটি ভালো ছিল। জেলের সিকুয়েন্সে বাবা-মায়ের সাথে সংলাপ, কান্নার সিকুয়েন্স গুলো ভালোই ছিল। তারিক আনাম খানের অভিনয় দারুন ছিল। এছাড়া, মনিরা মিঠু ভালো করেছে।যেমন কমেডি তেমনি ইমুশনাল পারফরম্যান্স।ইরেশ যাকের ও শারাফ আহমেদের পুলিশ-সাংবাদিক কমিক পারফরম্যান্স বিনোদন দিয়েছে।ভালো কিছু মেসেজ দেয়া হয়েছে। যেমন: বিপদের সময় প্রকৃত বন্ধুকে চেনা যায়।চাকচিক্যে পড়ে লক্ষ্য ভুলে যাওয়া অনুচিত,কেননা সেটার ফলাফল কখনো ভালো হয় না।
প্রচুর আজাইরা সিকুয়েন্স ঢুকিয়ে,বাজে প্রভাব ফেলেছে। কমপক্ষে ১ ঘন্টার মতো রান টাইম কমানো যেতো।তাহলে আর গল্প স্লো,বা বোর ফিল আসতো না।অনেক অতিরঞ্জিত কমেডি,বাজে এক্সপ্রেশন ছিল সাইড ক্যারেক্টর গুলোর। যেগুলো দেখে হাসি তো পাবেই না,বরং মাথা গরম হবে। বিশেষ করে, ভারসিটির বন্ধুগুলোর পারফরম্যান্স, বডি ল্যাংগুয়েজ, কমেডি একেবারেই বাজে।রুনা খান আর ইন্তেখাব দিনারের সাংসারিক ক্যাচাল আর অশ্রাব্য সব গালাগালি মাথা গরমের চূড়ান্ত পর্যায় ছাড়িয়েছে,দেখতে ও শুনতে পুরো বিশ্রী লেগেছে। মূল প্লট আহামরি না।নারী সহিংসতা, ন্যায়বিচার নিয়ে অনেক সিনেমাই দেখা হয়েছে।আর,পোস্টারের সাথে পুরো ওয়েবফিল্ম জুড়ে কোন মিল খুজে পাবেন না,বড়ই অদ্ভুত ব্যাপার।
নোট: আমি অমির তেমন কাজ দেখিও না,বাজে রিভিউর কারনে। এটার কিছু রিভিউ পজেটিভ ছিল,সেই অনুযায়ী দেখলাম। আশানুরূপ লাগে নি। সব মিলিয়ে মোটামুটি লেগেছে। চাইলে দেখতে পারেন।
07. Name: Udal (Malayalam) 2022
- Genres: Drama,Thriller
- Cast: Durga Krishna,Sreenivas,Indrones,Anthony Joseph etc…
- Released: 20 May 2022
- P.R: 6.5/10
সন্তান,শ্বশুর এবং প্যারালাইজড শ্বাশুড়িকে নিয়েই সংসার জীবন চলছে গৃহবধূ সায়ানির। রোজকার এই জীবন নিয়ে,বিরক্ত সায়ানি।স্বামী কাজের জন্য অন্যত্র,আর এদিকে সায়ানি পরকিয়ায় ব্যাস্ত। ছেলেটির নাম কিরন। একরাতে কিরন, সায়ানির বাসায় আসে।এবং,সে রাতেই করে ফেলে এক দূর্ধর্ষ পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? গল্পের শেষ পরিনতি কি হবে? জানতে হলে সিনেমাটা দেখুন।
সবার অভিনয় টপনচ ছিল।শ্রীনিভাস ভালো করেছে। দূর্গা কৃষ্ণা যেমন সুন্দরী, তেমনি ব্রুটাল পারফরম্যান্স দিয়েছে। ইন্দ্রনিস তো পুরো ঠান্ডা মাথায় খেল দেখিয়েছে। ইমুশনাল সিকুয়েন্স, পারিবারিক ড্রামা গুলো আমাদের সমাজের, অনেক পরিবারের সাথেই মিলে যাবে। বাস্তব গল্প। ন্যাচারাল প্রেজেন্টেশন, যা মালায়ালাম সিনেমার বিশেষ দিক। সেকেন্ড হাফ বেশি ভালো। গল্প যেহেতু চিরচেনা, তাই আহামরি কিছু মনে হবে না। থ্রিল বা মনে রাখার মতো কোন টুইস্ট নেই,গতানুগতিক ভাবে স্টোরি এগিয়েছে।স্ক্রিন প্ল্যা,স্টোরি টেলিং কিছুটা স্লো মনে হবে।
08. Name: Saindhav (Telugu) 2024
- Genres: Action,Thriller
- Cast: Venktesh,Shraddha Srinath,Arya,Ruhani Sharma,Nawazuddin Siddique,Andreya,Jissu Sengupta,Jay Prakash etc…
- Released: 13 January 2024
- P.R: 6.5/10
সাইন্ধাভ মধ্যবিত্ত।তবে,খুবই সৎ একজন ব্যাক্তি।সিংগেল ফাদার।একমাত্র মেয়েকে নিয়েই তার লাইফ চলছে। একদিন,তার মেয়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়।ডাক্তার বলে,তার মেয়ের শরীর,আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। পরিত্রান পেতে হলে,একটি ইনজেকশন দিতে হবে। যার দাম ১৭ কোটি রুপি। খুবই ব্যায়বহুল। সৎ ব্যাক্তি সাইন্ধাভ কিভাবে টাকা জোগাড় করবে? মেয়েকে শেষ অব্দি বাচাতে পারবে কিনা?
ভেঙ্কটেশের অভিনয় দারুন ছিল। একশন,ইমুশন প্রতিটি সিকুয়েন্সে খুব ভাল পারফর্ম করেছে। শ্রদ্ধা শ্রীনাথ ভালো সঙ্গ দিয়েছে।বাচ্চা মেয়েটাও ভালো করেছে।আরিয়ার ক্যামিও এক কথায় দারুণ।তার বড় চুল,ড্যাশিং লুকে দেখতেও খুব ভাল লেগেছে। নাওয়াজউদ্দিন ভালো করেছে। সাপোর্টিং ক্যারেক্টর গুলোও ইমপ্রেসিভ।কিছু একশন সিকুয়েন্স গুলো তে নৃশংসতা ছিল। ক্লাইম্যাক্স টা আনপ্রেডিক্টেবল। খুব ভাল।
- ১। জিতের “মানুষ” সিনেমাটা দেখেছেন? গল্প সেটার সাথেই মিল পাবেন অনেক।এটাকে coincidence বলা ছাড়া আর কি বলব? “মানুষ” রিলিজ হয়েছে নভেম্বরে।আর এটা জানুয়ারিতে। শুটিং তো বহু আগে থেকেই করেছে। এরকম মিল পাওয়াটা অবাকই করলো।
- ২।শ্রদ্ধার ক্যারেক্টর টা হুবহু “মানুষ” সিনেমার সুস্মিতার সাথে মিল। নতুনত্ব নেই।
- ৩। মূল প্লট তো মিল ছিলই। সাথে কিছু বিষয় include করেছে। যা প্রেডিক্টেবল।
- ৪।যিশু সেনগুপ্ত কে পুরোপুরি মিস ইউজ করেছে সিনেমায়। যা আশা করিনি।
নোট: এটার সিকুয়েল আসবে। যেটার নাম “Saiko”। অর্থাৎ, সাইন্ধাভকে কেন সাইকো বলা হয়,অতীতে কি করতো।সেটাই দেখানো হবে।
সব মিলিয়ে মোটামুটি ভালো একটা সিনেমা। তবে যারা ” মানুষ” সিনেমাটি দেখেছেন,তারা গল্পে তেমন নতুনত্ব কিছু পাবেন না।
09. Name: Sentimentaaal 2024
- Genres: Crime,Action,Drama
- Cast: Yash Dasgupta, Nusrat Jahan,Sayantani Ghosh etc…
- Released: 19 January 2024
- P.R: 2.5/10
রঘুনাথপুরে ইলিগ্যাল কাজকর্ম একটা রোজকার ব্যাপার। সবকিছুই রুদ্রানি চৌধুরী তথা দিদিমনি দ্বারাই নিয়ন্ত্রিত হয়।ড্রাগ সাপ্লাই থেকে শুরু করে,কিশোরি মেয়ে রেপ ও হিউম্যান ট্রাফিকিং তো আছেই।কেউ তাদের বিরুদ্ধে গিয়ে,টিকতে পারে না। পরবর্তীতে, রঘুনাথপুরে আগমন হয় অসৎ অফিসার সূর্য র।যার কিনা টাকা টাই মুখ্য। সূর্য কি নিজেকে বদলাতে পারবে? রঘুনাথপুরকে অপরাধ মুক্ত করতে পারবে?
সেকেন্ড হাফকে তুলনামূলক ভালো বলা যায় আরকি। কিছু ফাইট সিকুয়েন্স ঠিকঠাক। যশ-নুসরাত ক্যামিস্ট্রি ভালো। যশের এংরি পারফরম্যান্স মোটামুটি ঠিকঠাক ।কিছু ডায়লগ বেশ ভাল। সবচেয়ে ভালো লাগার দিক হলো,এন্টাগনিস্ট ক্যারেক্টার টা। অর্থাৎ, দিদিমনি চরিত্রে সায়ন্তনী ঘোষের অভিনয় সবার থেকে ভাল ছিল। মেন্টাল টাইটেল সং ও বিজিএম ভালো লাগার দিক। সাপোর্টিং ক্যারেক্টর গুলো ঠিকঠাক। এরকম ক্লাইম্যাক্স সচরাচর দেখি না বাংলাতে,তাও আবার বানিজ্যিক সিনেমায়। এটা প্রশংসনীয়।
- ১। গল্প খুবই টিপিক্যাল। এই গল্পের সিনেমা বাংলাদেশে-কলকাতায় এককালে প্রচুর দেখেছি। যেমন মান্না,প্রসেনজিতের সিনেমা গুলো বেশিরভাগ এই গল্প ভিত্তি করেই ছিল।
- ২।নুসরাত জাহানের অভিনয় এভারেজ। যশের এক্সপ্রেশন,ডায়লগ ডেলিভারিতে এখনো ব্যাপক ঘাটতি।
- ৩।গান গুলো তেমন ভাল লাগে নি। কমেডি ঠিকমতো work করে নি। গল্প থেকে রান টাইম বেশি মনে হবে। মানে এক কথায়, এই গল্প,প্রেজেন্টেশন আরো কয়েক যুগ আগের। ২০২৪ এর সাথে যায়না।
- ৪।আফসোসের নাম হলো বাবা যাদব।যিনি বস,ভিলেনের মতো সিনেমা বানিয়েছে।রিমেক হলেও মেকিং দারুন করতো।তার এই অবনতি মানতে কষ্টই হয়।
👏 সবশেষে,যশের প্রোডাকশন থেকে ১ম ছবি যেহেতু। বাজেটের লিমিটেশন থাকে,তবুও একশন সিনেমা করার সাহস দেখিয়েছে। যা প্রশংসনীয়। সামনে তাদের আরো ভাল প্ল্যানিং রয়েছে শুনলাম। রিউমার রয়েছে,দেবকে নিয়ে সামনে কাজ করতে পারে। Overall,, Not Recommended….
10. Name: Rudhran (Tamil) 2023
- Genres: Drama,Action,Thriller
- Cast: Raghava Lawrence, Priya Bhabani Shankar,R Sarathkumar,Nassar, etc…
- Released: 14 April 2023
- P.R: 08/10
কুখ্যাত ড্রাগ ডিলার ভুমির একের পর এক লোক খুন হচ্ছে। ভুমি এ নিয়ে চিন্তিত।পুলিশের তদন্তে নাম চলে আসে রুধ্রানের। যে কিনা এক সময় ফ্যামিলি ম্যান ছিল। এখন তার একমাত্র টার্গেট ভুমি। কি এমন ঘটেছে তার জীবনে? ভুমির সাথে কিসের শত্রুতা? অতীতের সেই ভয়ানক সত্যের পরখ করতে,দেখে ফেলুন সিনেমাটি।
রাঘব লরেন্স কি মারাত্মক পারফর্ম করলো। রোমান্স বলেন কিংবা ক্ষ্যাপা একশন,ফ্যামিলি ইমুশন প্রতিটি ক্ষেত্রেই ভালো করেছে। সাথে ড্যান্স তো আছেই।ফ্যামিলি ড্রামা এ সিনেমার সবচেয়ে ভালো লাগার দিক। মা,বাবার সাথে সন্তানের বন্ডিং, বিদায়বেলা ইমুশন ভালো ভাবে দেখিয়েছে। একশন সিকুয়েন্সে ক্ষোভ ব্যাপারটা ভালো ছিল। শরতকুমার সবসময়ই ভিলেন চরিত্রে ডেঞ্জারাস। সেটা Custody হোক বা এই সিনেমা, হাড্ডাহাড্ডি লড়াই ব্যাপার টা জমেছে বেশ। প্রিয়া ভবানি শংকর ভালো স্ক্রিন টাইম পেয়েছে। সুযোগ টা ভালো ভাবেই কাজে লাগিয়েছে। মায়ের চরিত্রটা এক কথায় দারুণ।পুরো টা সময় থ্রিলার, সাসপেন্স এ সিনেমায় ভিন্ন মাত্রা যোগ করেছে।খুনের প্লট টা ভয়ানক।
ক্লাইম্যাক্স এর ভাষন টা মন ছুয়ে গেলো।বাবা মায়ের প্রতি সন্তানের ভালবাসার এক ঝলক দেখিয়ে দিলো সিনেমায়। By the way, রাঘবের ইমুশনাল পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। সব মিলিয়ে আমার তো ভালোই লেগেছে। দেখতে পারেন।