একশন রোমাঞ্চে ভরপুর সেরা ৭
01. Name: Guntur Kaaram (Telugu) 2024
- Genres: Drama, Action
- Cast: Mahesh Babu, Sree Leela,Meenakshi Choudhury,Ramya Krishna,Joyram,Prakash Raj,Jagapathy Babu,Bennela Kishore etc..
- Released: 12 January 2024
- P.R: 4.5/10
রামানাকে তার মা ছোটবেলায় ছেড়ে চলে যায়।আর,বাবাও জেলে চলে যায় খুনের মামলায়।পরবর্তীতে,তার মা ২য় বিয়ে করে। এতবছর পর,আবার রামানাকে খবর পাঠালো তার নানাজি।রামানা ভেবেছিল,তার মায়ের সাথে দেখা করবে।সব ভুলের অবসান ঘটিয়ে,আবার মা কে ফিরিয়ে আনবে। কিন্তু, তার মা মূলত তাকে খবর পাঠিয়েছে,কেবল সিগনেচারের জন্য। তার মায়ের কোন সম্পত্তিতে অধিকার দাবি করতে পারবে না,সেটাই কনফার্ম করার জন্য রামানার সিগনেচারের প্রয়োজন। রামানা কি সব জেনে সিগনেচার করবে? তার মা কে ফিরিয়ে আনতে পারবে? অতীতে কি ঘটেছিল মূলত?
মহেশ বাবুর চার্মনেস,স্যোয়াগ,এটিটিউট দারুণ ছিল। একশন সিকুয়েন্স গুলো ভালো,স্টাইলিশ,দেখতে ভালো লেগেছে।কমেডি ঠিকঠাক।ড্যান্সে মহেশ ও শ্রীলীলা জাস্ট আগুন ঝরা পারফর্মেন্স দিয়েছে।বিজিএম,ক্যামেরার কাজ,লোকেশন ভালো। রাম্যা কৃষ্ণা,জয়রামের অভিনয় ভালো।প্রকাশ রাজ ২ লুকেই ভালো করেছে।জগপতি বাবু এভারেজ।বরাবরের মতোই,বেন্নেলা কিশোর ভালো সঙ্গ দিয়েছে।সিনেমার লাস্ট ২০ মিনিট বেশি ভালো।
সিনেমায় একশন,রোমান্স,কমেডি,ড্যান্স সবই আছে,কিন্তু ইমুশনের খুবই ঘাটতি। ফ্যামিলি ড্রামায় মূল পয়েন্ট হচ্ছে ইমুশন।পুরো সিনেমা জুড়ে মহেশের ক্যারেক্টর এ কোন ইমুশনাল ভাইব নেই,নেই কোন ইমুশনাল এক্সপ্রেশন। তার সব সিনেমাই আমার দেখা,এটা আনএক্সপেকটেড।কিছু ক্ষেত্রে Alavaikunthapurramuloo এর ভাইব পাবেন,তবে সেটার ধারেকাছেও যেতে পারেননি পরিচালক ত্রিভিক্রম।Alavaikunthapurramuloo এর স্পেশালিটি ছিল এর ইমুশন আর অভিনয়।
যাই হোক,এ সিনেমার পরে ত্রিভিক্রম এভাবে হতাশ করবে,ভাবিনি। শ্রীলীলার ড্যান্স ব্যাতিত আর কিছুই নেই। মীনাক্ষী চৌধুরী কি বুঝে এই সিনেমায়? তার চরিত্রের কোন ভ্যেলুই তো নেই।গল্প অনুযায়ী অতিরিক্ত রান টাইম চরম ভাবে বোরিং করবে।তার উপরে অনেক অযথা সিকুয়েন্সে ভরপুর তো ছিলই।এছাড়া,সংলাপেও রয়েছে যথেষ্ট ঘাটতি। সবশেষে, এক্সপেকটেশন অনুযায়ী একেবারেই হয়নি। তারপরেও,আমার মতো মহেশকে ভালো লাগলে,দেখতে পারেন।
02. Name: Hanu Man (Telugu) 2024
- Genres: Super Hero,Mythology
- Cast: Teja Sajja,Amrita Ayyar,Varalaxmi Sharatkumar, Bennela Kishore,Binay Rai,Dipok Shetty, Samuthirakani etc…
- Released: 12 January 2024
- P.R: 6.5/10
গল্পের নায়ক হনুমান, সিনেমার হিরোর মতো সবসময় ভাব নিয়ে চলে।আদতে গায়ে ততটা শক্তি নেই,সাধারণ মানুষের মতোই,তবে সাহসী। একসময় নিজের ভালবাসা মীনাক্ষীকে শত্রুদের হাত থেকে বাচাতে গিয়ে, সমুদ্রে পড়ে যায় হনুমান। তারপরই,দীর্ঘ কয়েক দিন পর ফিরে আসে সে।তবে আগের মতো সাধারণ ভাবে না, নিয়ে আসে এক অদ্ভুদ শক্তি। যেটা কেবল সূর্যের আলোর মাধ্যমে দিনের বেলায় কাজ করবে। গ্রামের সকলে অবাক,এবং ঘটাতে থাকে সব অলৌকিক কর্মকান্ড। পরবর্তীতে হনুমান কি করবে? অদ্ভুদ এই শক্তির জন্য, তার জীবনে কি বিপর্যয় নেমে আসবে? বিস্তারিত জানতে হলে সিনেমাটা দেখুন।
মাত্র ৫৫ কোটি বাজেটের এই সিনেমায়,ভিএফএক্সের চমকপ্রদ সিকুয়েন্স গুলো দেখে অবাক হয়েছি। এক কথায় বেশ ইমপ্রেসিভ।তেজা সাজ্জা,ভারালাক্সমি,অমৃতার অভিনয় ডিসেন্ট। সিনেমায় কমেডি,রোমান্স,একশন সব উপাদানই আছে। একশন সিকুয়েন্স গুলো মোটামুটি ইঞ্জয় করার মতো।কনসেপ্টের জন্য প্রশংসার দাবিদার।ভাই-বোনের ইমুশন গুলো ভালো ছিল।বিজিএম ভালো। ভিলেন চরিত্রে বিনয় রাই দারুণ পারফর্ম করেছে।বেন্নেলা কিশোর কমেডি থেকে বেরিয়ে,সাইন্টিস্ট ক্যারেক্টর প্ল্যা করেছে। ক্লাইম্যাক্স ফাইট সিকুয়েন্স টা বেশি ভাল ছিল।
গল্প কিন্তু বাস্তবিক না।যারা লজিক,ক্যালকুলেশন খুজতে ব্যাস্ত,তারা এ সিনেমা দেখা থেকে বিরত থাকেন।কারন,অবাস্তব অনেক বিষয় রয়েছে। প্রেজেন্টেশন তেমন ভাল না।মাঝে গল্প খুবই স্লো ছিল।হনুমানের বিশেষ শক্তি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছে বারবার,যা পরবর্তীতে কিছুটা বোর করে।সামুথিরাকানির ক্যারেক্টর টা ভালো লাগেনি। অনেকটা OMG,Syera Narasimha Reddy সিনেমার অক্ষয় কিংবা অমিতাভ বচ্চনের বিশেষ ক্যামিও ক্যারেক্টর টাইপ।যা ব্যাপক হতাশ করেছে।তার মতো একজন অভিনেতাকে,এরকম মিস ইউজ করবে ভাবনায় ও ছিল না।
কনসেপ্ট ভালো হলেও,সুন্দরমতো সাজাতে পারেনি।যার কারনে পরবর্তীতে,গল্প বাদবাকি সিনেমার মতোই প্রেডিক্টেবল হয়ে যায়। সিকুয়েলের এনাউন্সমেন্ট দিয়ে দিয়েছে।নাম Jai Hanu Man. ২০২৫ এ শুভমুক্তি। যাদের এধরনের সিনেমা পছন্দ,তারা দেখতে পারেন।আবার অনেকের ভালো নাও লাগতে পারে।
03. Name: Captain Miller (Tamil) 2024
- Genres: Action, Adventure
- Cast: Dhanush,Priyanka Mohan,Shiva Rajkumar, Sandip Kishan etc…
- Released: 12 January 2024
- P.R: 7.7/10
ব্রিটিশরা ক্যাপ্টেন মিলার নামের এক ব্যাক্তিকে হন্য হয়ে খোজছে।সেই ব্যাক্তির ঠিকানা দিতে পারলেই,মিলবে ১০ হাজার রুপি।কিন্তু, কেউ মুখ খুলতে রাজি নয়। যার জন্য পুরো গ্রামবাসীর উপর নির্মম অত্যাচার চালায় ব্রিটিশ বাহিনী। বহু মানুষকে মেরে গ্রামকে কবরস্থানে রূপ দেয় তারা।
কে সেই ক্যাপ্টেন মিলার? কেন তাকে ব্রিটিশ বাহিনী খুজছে? স্বাধীনতার জন্য মিলারের অবদান? অতীতের পরিচয়? সকলকে রক্ষা করতে আবার কি ফিরে আসবে?
✅ ধানুশকে এমন crazy লুকে দেখতে মারাত্মক লেগেছে।সে কখনো হতাশ করতেই পারে না। ইমুশনাল সিকুয়েন্স গুলোতে চোখের এক্সপ্রেশন মনে ধরবে যে কারোর। একশন সিকুয়েন্স গুলো টপনচ। খুব বড় পরিসরে একশন সিকুয়েন্স গুলো প্রেজেন্ট করেছে।শিভা রাজকুমার ক্যামিও রোলে যতক্ষণ ছিল, সেরাটা দিয়েছে। ভালো ইমুশনাল মোমেন্ট ছিল দুই ভাই ও মায়ের মাঝে।মিলারের ব্যাকস্টোরি টা খুব ইমুশনাল। সন্দীপ কিশান ভালো সঙ্গ দিয়েছে। বিজিএম মাতিয়ে রেখেছে শেষ অব্দি। ফার্স্ট হাফ বেশি ভাল লেগেছে।প্রিয়াংকা মোহনকে জাস্ট ঠিকঠাক লেগেছে।এছাড়া ধর্মীয় দিক দিয়েও ইমুশনাল ব্যাপার ছিল।যেমন মন্দিরে প্রবেশ,পূজা নিয়ে ভেদাভেদ। পুরো টিমের কম্বিনেশনের প্রশংসা করতেই হয়।
ফার্স্ট হাফে বেশি আশা জাগিয়ে,সেকেন্ড হাফ তুলনামূলক জমে নি।লাস্ট ১ ঘন্টা পুরোটা ব্রিটিশ ও জনগনের যুদ্ধ দেখিয়েছে শুধু।এটা একটা সময় পর,কিঞ্চিৎ বোর করেছে।গল্পে,মূর্তি চুরির পর থেকেই স্ক্রিন প্ল্যা খুব স্লো হয়ে যায়।পোস্ট ক্রেডিট সিনে,সেকেন্ড পার্টের প্রতি এক্সাইটমেন্ট তৈরি করতে ব্যার্থ হয়েছে।যেহেতু জানামতে এটা ৩ পার্টে রিলিজ হবে,তাই জবরদস্ত এন্ডিং ব্লক দেয়াটা জরুরি মনে করি। সব মিলিয়ে একশনের পাশাপাশি দারুণ সব ইমুশনাল মোমেন্ট রয়েছে, যা মনে ধরেছে। চাইলে দেখতে পারেন।
04. Name: Merry Christmas (Hindi) 2024
- Genres: Suspense,Drama,Romance
- Cast: Vijay Sethupaty, Katrina Kaif, Aditi,Sanjay Kapoor,Tinu Anand,Binay Pathak etc…
- Released: 12 January 2024
- P.R: 5.5/10
মেরি ক্রিসমাসে অজানা দুজনের দেখা,পরিচয়। একজন মারিয়া,যিনি তার মেয়েকে নিয়ে ক্রিসমাস ইঞ্জয় করছে। অন্যদিকে,এলবার্ট ও নতুন এসেছে শহরে। ভালোই ইঞ্জয় করলো পুরো রাত দুজনে। কিছুটা মায়ায় পড়ে গেছে একে অপরের।
কিন্তু,যখন মারিয়া পুনরায় তার বাসায় আসে,সে তার বাসায় একজনকে মৃত অবস্থায় দেখতে পায়। হাতে পিস্তল সহ বুকে গুলি খেয়ে পড়ে আছে একজন। কিন্তু,ঘর তো লক করা ছিল। কে সেই মৃত ব্যাক্তি? কেনই বা মারিয়ার বাসায় আসলো? তার হত্যাকারী কে? পুলিশ কি প্রকৃত খুনিকে এরেস্ট করতে পারবে?
✅ ক্যাটরিনা কাইফের সেরা পারফরম্যান্স ছিল সিনেমায়। ইমুশনাল সিকুয়েন্স গুলোতে দারুণ পারফর্ম করেছে। ভিজয় সেতুপতিকে জাস্ট ঠিকঠাক লেগেছে ।ক্যাটরিনা ও ভিজয়ের ক্যামিস্ট্রি দারুণ ছিল। বিরতির পর,সঞ্জয় কাপুর স্ক্রিনে আসায়,সস্তি পেয়েছি। বিনয় পাঠক খুব ভাল করেছে। ক্যামেরার কাজ ভালো। কিছু টুইস্ট ছিল। এন্ডিং টা বেশ ভালো।
প্রেজেন্টেশন খুবই খুবই বোরিং। আপনি সিনেমা দেখে বিশ্বাস করতে চাইবেন না,যে এটা বদলাপুর,আন্ধাধুনের পরিচালক বানিয়েছে।পুরো সিনেমা জুড়ে মনে রাখার মতো ওয়াও মোমেন্ট ক্রিয়েট করতে পারে নি,যেটা সব সিনেমায় করে পরিচালক। ক্যাটরিনার মাঝে মাঝে হিন্দিতে প্রবলেম।আর,ভিজয় সেতুপতির তো হিন্দি একেবারেই ভালো না,অস্পষ্ট। ভিজয়ের পারফরম্যান্স আহামরি লাগে নি,সে তামিলেই বাঘা বাঘা পারফরম্যান্স দিয়ে আসছে।ব্যাকস্টোরি গুলো মুখে বলে শেষ করে দিছে,দৃশ্যপট দেখানোর প্রয়োজন মনে করে নি,যা আরো বোরিং লেগেছে।
ফার্স্ট হাফ দেখে যে কেউ বিরক্ত হয়ে যাবে,অনেক ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে পুরো সিনেমা জুড়ে। গল্প ও আহামরি কিছু না। ফার্স্ট হাফের বোরিং ড্রামা কমিয়ে,কাহিনি ও ব্যাকস্টোরি ডিটেইলে দেখানো যেতো অনায়াসেই।বদলাপুর,আন্ধাধুন আর এ সিনেমার ট্রেইলার দেখে সবাই এক্সপেকটেশন নিয়েই দেখতে বসবে,কিন্তু আশানুরূপ একেবারেই হয়নি।
05. Name: Salaar: Part 1-Ceasefire (Telugu) 2023
- Genres: Actiin,Thriller
- Cast: Prabhas,Shruti Hasan,Prithviraj Sukumaran, Ramachandra Raju,Jagapathy Babu,Shriya Reddy etc..
- Released: 22 December 2023
- P.R: 7.5/10
শহরে নতুন এসেছে আধ্যা। আচমকা তার উপরে হামলা।তাই তাকে কিছুদিন নিরাপদে রাখার জন্য,দেভার বাড়িতে আশ্রয় দেয়া হয়। সেখানে দেভার মায়ের স্কুলে শিক্ষকতা শুরু করে আধ্যা। তার পর থেকেই ঘটনার প্রবাহ বদলে যায়। দেখানো হয় খানসার নামক এক সাম্রাজ্যকে। দেভার সাথে উক্ত সাম্রাজ্যের কানেকশন। ২ বন্ধুর গল্প,লুকায়িত ভয়ানক অতীত। খানসার সাম্রাজ্যে কি ঘটেছিল অতীতে? দেভার সাথে কানেকশন কি? ২ বন্ধুর সম্পর্কে ফাটল ধরে কেন?
✅ পর পর বাজে সিনেমার পর,বেশ ভালো একটা কামব্যাক করেছে প্রভাস। তার সংলাপ কম হলেও,এক্সপ্রেশনে মুগ্ধ করেছে। বন্ধুত্ব, ইমুশন,মায়ের সাথে বন্ডিং সবকিছু ভালো ছিল। ফার্স্ট হাফ ড্রামাটিক।সেকেন্ড হাফ একশনেবল। দেভার ক্যারেক্টরাইজেশন বেশ ভাল। কথা বলে কম,মার দেয় বেশি,এরকম টাইপ একটা ক্যারেক্টার। পৃথ্বিরাজে লুক,পারফরম্যান্স ভালো ছিল। রামাচন্দ্র রাজুর অভিনয় ভাল ছিল। একশনে ভায়োলেন্স ব্যাপারটা মজা দিয়েছে। ক্লাইম্যাক্স টুইস্ট পুরোপুরি আনপ্রেডিক্টেবল। ফিনিশিং টা জবরদস্ত।যার কারনে ২য় পার্টের জন্য এক্সাইটমেন্ট তৈরি হয়।
শ্রুতি হাসানের ক্যারেক্টর কিছুটা ন্যারেটর টাইপ ছিল।ফার্স্ট হাফে কিছু সিন ছিল তার।দেখা যাক,সেকেন্ড পার্টে কেমন স্ক্রিন টাইম পায়। একশনে স্লো মোশন ভালো লাগে নি। তাছাড়া উড়াউড়ি একশন না দেখালেই বেটার হতো।কেজিএফের সেই কালো ব্যাকগ্রাউন্ড এভয়েড করলে ভালো হতো।যেহেতু কেজিএফ ও খানসার সম্পুর্ন ভিন্ন জগত। জগপতি বাবুর স্ক্রিন টাইম আরেকটু থাকলে ভালো হতো। প্রভাসের কিছু ভারী সংলাপের অভাববোধ করেছি। ভালো। কিছু ত্রুটি এড়িয়ে গেলে, নিঃসন্দেহে ভালো লাগবে।
06. Name: Mangalavaaram (Telugu) 2023
- Genres: Psychological, Horror, Thriller
- Cast: Payel Rajput,Ravindra Vijay,Priyadarshi, Divya Pillai,Nandita Swetha,Sritej,Chaitanya etc..
- Released: 17 November 2023
- P.R: 07/10
গ্রামে প্রতি মঙ্গলবার নৃশংস ভাবে মানুষ মারা যাচ্ছে,সবাই এ নিয়ে আতঙ্কে আছে । সন্ধ্যার পর থেকে বাইরে যাওয়া বন্ধ ঘোষণা করেছে।অবাক করা বিষয় হলো, কেউ মারা যাওয়া ব্যাক্তিদের অপকর্ম আগে থেকেই,দেয়ালে লিপিবদ্ধ করে রাখে।এভাবে খুন ঘটেই চলেছে। পরবর্তীতে, গ্রামে পুলিশ এসে তদন্ত শুরু করে। খুন কেন করা হচ্ছে? খুনি কি মানুষ না আত্মা? অতীতে কি ঘটেছিল?
✅ পরিচালকের প্রশংসা না করে উপায় নেই। শুরু থেকে মাইন্ডগেম খেলেছে অডিয়েন্সের সাথে। আপনি শুরুতে যাকে ভিলেন ভাববেন,লাস্টে তাকে ভালো লাগবে। আর,যাকে নিষ্পাপ, মাসুম মনে করবেন,সেই পাক্কা ক্রিমিনাল। ভাববেন এক রকম,দেখাবে আরেক রকম।ঠিক এই ব্যাপারটাই আমার দূর্দান্ত লেগেছে।১ঘন্টা পরে এন্ট্রি পায়েলের। পায়েল রাজপুত ক্যারিয়ার বেস্ট পারফরম্যান্স দিয়েছে। Rx 100,RDX love এই পারফরম্যান্স এর কাছে দুধ-ভাত। ইমুশনাল সিকুয়েন্স গুলো ও ভালই করেছে । টুইস্ট গুলো মারাত্মক লেগেছে। ক্লাইম্যাক্স তো আনপ্রেডিক্টেবল। Nymphomania Desease টাকে খুবই ডিটেইলে প্রেজেন্ট করেছে। যেটা বেশ ভাল লেগেছে। যার কারনে,ক্লাইম্যাক্সে ইমুশনাল ব্যাপারটা ছিল ব্যাপক।
07. Name: Chithha (Tamil) 2023
- Genres: Drama,Thriller
- Cast: Siddharth, Nimisha Sajayan,Anjali Nayar,Sahastra Shree etc..
- Released: 28 September 2023
- P.R: 08/10
Chithha অর্থ চাচ্চু। ভাই মারা যাওয়ার পর,একমাত্র ভাতিজি সুন্দরীর দেখাশোনা করে ঈশ্বরান। সম্পর্ক টা একেবারে বন্ধুর মতো। সব আবদার পূরন করা,স্কুল থেকে বাইকে করে বাসায় আনা,গোসল করিয়ে দেয়া,রাতে সাথে নিয়ে ঘুমানো। ভালোই দিন কাটছিল তাদের। আচমকা,একদিন সুন্দরীর বান্ধবীর অদ্ভুত ব্যাবহার, মিথ্যে অপবাদ সবকিছুতে ফাটল ধরিয়ে দেয়।দুরত্ব বাড়তে থাকে চাচা-ভাতিজির।পরবর্তীতে,সুন্দরীও আচমকা কিডন্যাপ হয়ে যায়।সবাই পড়ে যায় ব্যাপক টেনশনে। সুন্দরীর বান্ধবীর অদ্ভুত ব্যাবহারের কারন কি? সুন্দরীকে কে কিডন্যাপ করে? চাচা-ভাতিজির সম্পর্ক কি আবার আগের মতো হবে?
✅ ফার্স্ট হাফ মারাত্মক। সিদ্ধার্থ তার অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়েছে। লুক,গেট আপ,এক্সপ্রেশন খুবই ভালো ছিল তার। সুন্দরী চরিত্র টি অনবদ্য। মিথ্যে অপবাদের পর,ইমুশনাল সিকুয়েন্স গুলো বিবেকে নাড়া দিবেই গ্যারান্টি।প্রেজেন্টেশন ভালো ছিল। ক্লাইম্যাক্সের ইমুশনাল সিকুয়েন্স ও মনে ধরেছে। সেকেন্ড হাফ তুলনামূলক জমে নি কেন জানি।নায়িকা চরিত্রটি আমার তেমন ভাল লাগে নি। ফিনিশিং এ তাড়াহুড়ো না করলেই পারতো। সব মিলিয়ে ভালো ছিল। দেখে ফেলুন।
Checkout this article about পাগলকরা টপ ১০ ড্রামা-একশন