মাইন্ড ব্লোয়িং ৭ রোমান্স সাসপেন্স

মাইন্ড ব্লোয়িং ৭ রোমান্স সাসপেন্স

মাইন্ড ব্লোয়িং ৭ রোমান্স সাসপেন্স

01. Series name : Yeh Kaali Kaali Ankhein 2024

  • Genre:thriller
  • Imdb rating:7/10
  • First season 2022 2nd season 2024
  • Cast:Tahir Raj Bhasin,Shweta Tripathi.Anchal Singh,Surya Sharma,etc
  • Personal rating :6/10

সিরিজটি অনেক থ্রিল এবং রোমান্সের একটি মিশ্রণ। এতে অভিনয় রয়েছে বিক্রান্ত তাহির রাজ ভাসিন এক সাধারণ যুবক যে ছোট শহরের এক রাজনৈতিক নেতা আখিরাজ আওস্তীর সৌরভ শুক্লা প্রভাবশালী পরিবারের সঙ্গে যুক্ত। আখিরাজের মেয়ে পুর্বা অনচল সিং ছোটবেলা থেকেই বিক্রান্তের প্রতি ভালোবাসায় মগ্ন। কিন্তু বিক্রান্তের ভালোবাসা কেবল শিখার প্রতি। পুর্বার অন্ধ ভালবাসা এবং তার ক্ষমতাশালী বাবার প্রভাব বিক্রান্তকে এমন এক পরিস্থিতিতে ফেলে, যেখানে সে নিজেকে এবং তার ভালোবাসাকে বাঁচানোর জন্য অসীম কৌশল এবং সাহসের আশ্রয় নিতে বাধ্য হয়। এর ফলে শোটি একের পর এক টুইস্ট এবং উত্তেজনাপূর্ণ মুহূর্তে ভরপুর হয়ে ওঠে।উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখতে চান তাহলে এই সিরিজ টি দেখতে হবে আপনাকে।

প্রধান চরিত্রগুলোর মধ্যে বিক্রান্ত এবং পুর্বার সম্পর্ক দারুণভাবে দেখানো হয়েছে। অভিনয়: তাহির রাজ ভাসিন এবং অনচল সিংয়ের অভিনয় বিশেষভাবে প্রশংসনীয়। আমার কাছে দুই সিজনই খুব ভালো লাগছে। সিনেমাটোগ্রাফি এবং মিউজিক চিত্রগ্রহণ এবং সঙ্গীত গল্পের থ্রিল আর ও বাড়িয়ে দিয়েছে। কেন দেখবেন? যদি আপনি ডার্ক রোমান্স এবং থ্রিলারের ভক্ত হন এবং এমন একটি গল্প চান যেখানে ভালোবাসা, ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াই একসাথে উপস্থাপিত হয়, তবে Yeh Kaali Kaali Ankhein আমি মনে যদি আপনি থ্রিলার এবং রোমান্স একসাথে দেখতে চান তাহলে এই সিরিজ টি দেখতে পারেন।

02. Name: Omar 2024

  • Genre :thriller
  • Imdb : 7.5
  • Year :2024
  • Cast :Sariful Razz, Shahiduzzaman ,Nasir Uddin Khan,Fazlur Rahman Babu etc

মুভির শুরুতে দেখা যায় বড় মির্জার ছেলে ছোট মির্জা কে মার্ডার করা হয় কে বা কারা তাকে হত্যা করে জানতে হলে আপনাকে অবশ্যই ওমর দেখতে হবে। মুভিটি থ্রিলার জনরার ভালো মুভি এবং সাসপেন্স রাখছে ভালো টুইস্ট গুলো ধারুণ ছিলো। মুভির গানগুলো ভালো লাগছে বিশেষ করে মুভির শেষ মূহুর্তের আগের গানটা আমার দুই নয়নের মণি তুই অনেক ভালো ছিলো। দীর্ঘ অনেকদিন পর বাংলা একটা মুভি দেখলাম ভালো লাগলো।

মুভিটি প্লট মূলত উপকূলীয় গ্রামের প্রধান দেবরা কে নিয়ে। দেবরার আদেশ নিষেধ সবাই মেনে চলে এবং বলতে গেলে তারা চলতে বাধ্য। অপরদিকে ভাইরা তার কথা মতো চলতে সে নারাজ এবং এ থেকে শুরু হয় তাদের মাঝে বিরোধ। দেবরার বাপ-দাদা তারা সমুদ্রকে রক্ষা করত কিন্তু দেবরা সাথে যে ভাইরা থাকে সে এগুলা করতে চায় না সে শুধু অর্থ কামাতে চায় এবং সমুদ্র থেকে চুরি করতে চাই। এবং একদিন দেবাররা বলে যে সমুদ্র থেকে এখন থেকে কোন প্রকার চুরি করা যাবে না কোন প্রকার কোন কিছু করা যাবে না এবং যেকরবে তাকে আমি শাস্তি দিবো।

তখন ভাইরা আবার প্লান করতে থাকে কিভাবে দেবরা কে মার্ডার করা যায় বা নিজের রাস্তা থেকে সরিয়ে ফেলা যায়। শেষ পর্যন্ত দেবরার সাথে কি হয় এটি জানতে হলে আপনাকে দেবরা পার্ট ওয়ান দেখতে হবে আমার কাছে মুভিটা এভারেজ মনে হয়েছে। অনিরুদ্ধ তাঁর সঙ্গীত দেবরা পার্ট ১- প্রশংসিত হয়েছে, যেখানে তাঁর ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির থিম এবং ভিজ্যুয়ালের গভীরতা বাড়িয়েছে।একশন সিনের মাঝে যখন অনিরুদ্ধ ব্যাকগ্রাউন্ড বেজে উঠে তখন খুব ভালো লাগে। এবং মুভির একশনস গুলা খুব ভালো ছিলো। এখন আসি ক্লাইমেক্সে ক্লাইমেক্স টা ভালো ছিলো।সবকিছু মিলিয়ে মুভিটা ভালোই ছিলো হিন্দি ডাব এভেলেবেল নেটফ্লিক্স।

03. Name: Maqbool (2004)

  • Genres: Mystery-Drama
  • Directed by: Vishal Bhardwaj
  • Cast: Irrfan Khan, Tabu, Pankaj Kapur, Naseeruddin Shah, Om Puri, Piyush Mishra, Murali Sharma etc..
  • Released: 10 September 2003
  • P.R: 8/10

‘ইরফান খান’ প্রিয় একজন অভিনেতা,এই বান্দার বেশিরভাগ সিনেমা দেখা হয়েছে। এসিনেমাটা লিস্টে ছিল,আজ দেখেছি। খুব সাদাসিধে গল্পের সিনেমা। সিনেমাটি ‘উইলিয়াম শেক্সপিয়রে’র (ম্যাকবেথ) অবলম্বনে নির্মিত..সিনেমায় মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের অপরাধ/ক্ষমতার লোভসহ বেশকিছু দিক উঠে এসেছে। একটা জিনিস অবাক করলো> আন্ডারওয়ার্ল্ডের রাঘববোয়ালগণ জুয়া খেলায় টাকা দিয়ে বাজি না খেলে বলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের নিয়ে বাজি খেলে

‘মিয়ান মকবুল’ (ইরফান খান) হলেন আন্ডারওয়ার্ল্ড ডন ‘জাহাঙ্গীর খান’ (ওরফে আব্বা জি) এর ডান হাত। এককথায় ‘মকবুল’ আব্বা’জির কথায় উঠে-বসে। তাদের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে দুই দুর্নীতিবাজ পুলিশ (ওম পুরি এবং নাসিরুদ্দিন শাহ) ভবিষ্যদ্বাণী করে যে ‘মকবুল’ শীঘ্রই আব্বাজির কাছ থেকে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের লাগাম নেবেন। ‘নিম্মি’ (টাবু) ‘আব্বাজি’র উপপত্নী,কিন্তু ‘নিম্মি’ এবং ‘মকবুল’ গোপনে প্রেম করে। সিনেমার একপর্যায়ে গিয়ে- ‘নিম্মি’ ‘মকবুল’কে উৎসাহিত করে ‘আব্বা জি’কে হত্যা করে ডনের দায়িত্ব নেওয়ার জন্য।

এখানেই সিনেমা আসল মজা ‘মকবুল’ গোলকধাঁধায় পড়ে যায়। একদিকে-নিম্মি’র প্রতি তার ভালবাসা অন্যদিকে ‘আব্বা জি’র প্রতি তার আনুগত্যে। শেষ অব্দি কি হয় জানতে হলে সিনেমাটি দেখতে হবে। সিনেমার কিছু দৃশ্যের সঙ্গে বিজিএম একদম মিলেমিশে একাকার। কাস্টিংয়ে বড় বড় আর্টিস্ট থাকায়,সবার সুচারু অভিনয়ে আলোকচিত্রে অন্য মাত্রা যোগ করেছে।

04. Name: নবাব এলএলবি’ (২০২১)

  • Genres: Crime,Mystery, Thriller
  • Cast: Shakib Khan, Mahiya Mahi, Orchita Sporshia, Shahiduzzaman Selim etc..
  • Released: December 16, 2020
  • IMDB Rating: 7.4/10
  • P.R: 7.5/10

কোভিড মহামারীর পরে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের প্রথম সিনেমা। মানুষের বিপত্তিশূন্যতার কথা চিন্তা করে সিনেমা হলে না দিয়ে ‘আই থিয়েটার’ নামক একটি অ্যাপে মুক্তি দেয়া হয়েছিল,ফলাফল টাও খুব ভালো ছিল। এসিনেমায় শাকিব খান আইনজীবীর চরিত্রে অভিনয় করেন,এমন ভিন্নধর্মী সব ক্যারেক্টারে ওনাকে দেখতে ওনার ভক্তকূল সর্বদা অপেক্ষায় থাকেন। সিনেমার কিছু আপত্তিকর সংলাপের জন্য বিতর্কের মুখে পড়তে হয়,যদিও গল্পের প্রয়োজনেই সেগুলো রাখা হয়েছিল।

সিনেমার শুরুতেই দেখানো হয়- ‘শূভ্রা’ (স্পর্শিয়া) কিছুদিন যাবত চুপচাপ,নিজের মৌনতার সঙ্গে লড়াই করছেন। কিছু দৃশ্য আগানোর পর বুঝতে পারি-মেয়েটি মূলত তার অফিসের বস কর্তৃক ধর্ষণের স্বীকার হয়েছে। ফ্যামিলি থেকে সবকিছু ধামাচাপা দিতে চাইলেও ‘শুভ্রা’ রাজি নন। ‘শুভ্রা’ আদালতে হাজির হয়,কিন্তু ওনার এই মামলা লড়ার মত কেউ নেই। কারণ,বিপক্ষে রয়েছেন আইনজীবী ‘আজহার চৌধুরি’ (শহীদুজ্জামাম সেলিম)। যিনি ক্যারিয়ারে একটি কেসও হারেননি। তখন তার কেসটা নিতে রাজি হয়- আইনজীবী ‘নবাব’ (শাকিব খান)।

তবে- ইনার ক্যারিয়ারে কোনো জয় নেই। ইনি নামমাত্র আইনজীবী,মূলত ক্লাইন্টদেরকে ফাঁদে ফেলে অর্থ আদায় করাই ইনার টার্গেট। তেমনি এই কেসেও তার লক্ষ্য-নয়ছয় করে অর্থ লোপাট। তবে,সিনেমার একপর্যায়ে ‘শুভ্রা’র মায়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ‘নবাব’ এর বিবেক নাড়া দেয়, সিদ্ধান্ত নেয় নিজের সর্বোচ্চ দিয়ে সততার মাধ্যমে লড়বেন। একদিকে-কোনোদিন হার না মানা ‘আজহার চৌধুরী’,অন্যদিকে-সদ্য শুভ অভ্যুদয় ‘নবাব’।

‘শুভ্রা’কে ন্যায় বিচার পাইয়ে দিতে পারবে ‘নবাব’? নাকি ‘আজহার চৌধুরী’র সামনে দাড়াঁতেই পারবে না? জানতে হলে সিনেমাটা দেখতে হবে।
সিনেমার সংলাপ গুলো মনে গেথেঁ রয়েছে এখনো,সিনেমার সবগুলো গান অনেক সুন্দর। সিনেমার ইতিবাচক দিক- নারী-পুরুষের সমান অধিকার। সমাজে নিপীড়িত নারীদের জাগরণ। সত্যের শক্তিকে দারুণভাবে প্রেজেন্টেশন। সস্তা ভাড়াঁমো টাইপ কমেডি ছিল। যেগুলো না রাখলে সিনেমায় কোনো ইফেক্ট পড়তো না। আর-নায়িকা মাহি ছিল জাস্ট শো-পিচ,বাংলা সিনেমা বলে নায়িকা থাকাই লাগবে

05. Name: “Bougainvillea” (2024)

  • Genres: Crime,Mystery, Thriller
  • Cast: Kunchacko Boban, Jyothirmayi, Fahadh Faasil etc..
  • Released: October 17, 2024
  • IMDB Rating: 6.5/10
  • P.R: 7/10

(আল্জ্হেইমার/অ্যামনেস্টিক সিন্ড্রোম) এই দুইটাই দৈনন্দিন কর্মকান্ড সমূহ ভূলে যায়,এধরণের একটি মানসিক ব্যাধি। তবে,এসিনেমায় নায়িকা ঠিক কোনটায় ভূগছে ধরতে পারিনি। এসিনেমাটা অনেকটা এবছরেরই মুক্তি পাওয়া আরেকটি মালায়ালাম সিনেমা ‘Kishkindha Kandam’ এর মতন। দু’টোই কাছাকাছি,সিন্ড্রোমের দিক থেকেও এবং দু’টোই খুব স্লো। তবে,গল্প আর সাসপেন্স উন্মোচনের দিক দিয়ে ‘Bougainvillea’ এগিয়ে থাকবে। ‘kishkindha kandam’ গল্প ইউনিক হলেও,স্ক্রিনপ্লে খুবই স্লো ছিল। ‘Bougainvillea’ শুরু থেকেই সিনেমায় কি হচ্ছে ধরা মুশকিল, শেষদিকে গিয়ে ভালোমতো কানেক্ট হওয়া যায়।

শুরুতেই দেখা যায় ‘রিথু’ নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে (মানসিক লড়াই) মাঝেমধ্যে কিছুক্ষণ আগে কি করেছে সেটাও ‘রিথু’ ভূলে যায়। ‘রিথু’র স্বামী ডাক্তার রয়েস,তার সার্বক্ষণিক খেয়াল রাখেন। হঠাৎ,একদিন তাদের বাসায় একজন পুলিশ অফিসার আসেন,যার নাম ‘ডেভিড কোশি’। তিনি ‘রিথু’কে ৩ জন মেয়ে নিখোঁজ হওয়া ঘটনা সম্পর্কে কিছু প্রশ্ন করতে চান। কারণ,৩ টি মেয়ের মৃত্যুর পূর্বে উক্ত স্থানে ‘রিথু’কে দেখা গিয়েছে এবং কিছু আলামত তাকে সন্দেহ করতে বাধ্য করে।।

তবে,সিনেমাটা যখন আপনি দেখবেন-তখন বারবার আপনার মনে হবে এমন একজন নিরীহ অসুস্থ মহিলাকে কেন পুলিশ তাড়না দিচ্ছে এবং সিনেমার গল্প যাচ্ছেই বা কোনদিকে? এসবকিছুর ঝঞ্জাট খুলবে সিনেমার শেষে গিয়ে। গল্পটা যদি ধরতে এবং বুঝতে সক্ষম হোন,তাহলে চলতি বছরের সর্বাপেক্ষা সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার সিনেমা এটাকেই মনে হবে–নতুবা-বাজে অভিজ্ঞতা হবে।

06. Name: Masaan (2015)

  • Genres: Romance/Drama
  • Director: Neeraj Ghaywan
  • Cast: Richa Chadda, Vicky Kaushal, Shweta Tripathi, Sanjay Mishra etc..
  • Released: June 24, 2015
  • IMDB Rating: 8.1/10
  • P.R: 8.5/10

আলোচনা বিহীন একটি ভালো সিনেমা। সিনেমাটা ভুলবশত ডাউনলোড হয়েছিল,প্রথম ২০ মিনিট ভালো লাগায় পুরোটা দেখে ফেলি। সিনেমার কেন্দ্রবিন্দু হচ্ছে একটি আবাসিক হোটেলের সুইসাইড কেসের ধামাচাপা এবং হিন্দুদের মরদেহ পোড়ানো একজন ডোমের প্রেমের কাহিনী।

সিনেমার শুরুতেই দেখানো হয়- ‘দেবী’ এবং ‘পিয়ুশ’ দুজনেই স্টুডেন্ট,ক্লাস শেষে উভয়ের সিদ্ধান্তে তারা একটি আবাসিক হোটেলে মিলিত হয়। হঠাৎ,পুলিশ এসে যায় এবং অনাকাঙ্ক্ষিত ভাবে সেখানে ‘পিয়ুশ’ আত্মহত্যা করে বসে। এই সুইসাইড কেসকে ধামাচাপা দেয়ার নামে পুলিশ অন্যায়ভাবে ‘দেবী’র বাবার কাছে ৩ লক্ষ টাকা দাবি করে বসে,যিনি পেশায় একজন পুরোহিত।

পুরো সিনেমায় গল্পের প্লট ২ ভাগে বিভক্ত দেখায়। অন্য গল্পটা> ‘দীপাক’ নদীর পাড়ে হিন্দুদের মরদেহ পোড়ায়,সে প্রেমে পড়ে ভার্সিটীর এক মেয়ে ‘শালু’র। দিনে দিনে তাদের সম্পর্কের উন্নতি হয়,দুজনে বিবাহের সিদ্ধান্তে পৌছায়। কিন্তু- একদিন অনাকাঙ্ক্ষিতভাবে ‘শালু’ মারা যায়।
পুরোহিত কি শেষ অব্দি টাকা যোগাড় করতে পারে? ‘দীপাকের’ শেষ পরিণতিই বা কি? জানতে হলে সিনেমাটা দেখুন।

07. Name: Tere Naam (2003)

  • Director:Satish Kaushik
  • Genres: Romance/Action
  • Cast: Salman Khan, Bhumika Chawla etc..
  • Released: 15 August 2003
  • IMDB Rating: 7.2/10
  • P.R: 910

বলা হয়ে থাকে> সালমান খানের ভক্তকূলের মধ্যে বেশ বড় একটা অংশ তৈরি হয়েছে এ সিনেমার মধ্য দিয়ে। অবশ্য,সেই তালিকায় আমিও একজন। বলিউড এবং সালমান ভাই উভয়ের সঙ্গে পরিচিত হই ‘তেরে নাম’ দিয়ে। এ সিনেমা সম্পর্কে সালমান খান বলেনঃ’তেরে নাম’ আমার ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি এটা ঠিক,তবে-তরুণদের এ সিনেমা থেকে অনুপ্রাণিত না হওয়ায় ভালো।

‘রাধে’ (সালমান ভাই) কলেজের পথ পাড়ি দিয়েছে,তবুও তার কলেজের বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করে। ‘রাধে’ অন্যায় দেখলে সহ্য করতে পারে না,প্রতিবাদ করে বসেন। তার বড় ভাই তাকে একজন ভালো মানুষ করার চেষ্টা করে,কিন্তু ‘রাধে’ কথা শোনে না। ‘নির্ঝরা’ (নায়িকা) স্থানীয় পুরোহিতের মেয়ে। কলেজের সামনে স্টেসনে একদিন ‘রাধে’র সাথে তার দেখা হয়। পরবর্তীতে,দিনে দিনে ‘রাধে’-‘নির্ঝরা’র সম্পর্ক গড়ে ওঠে,অন্যদিকে ‘নির্ঝরা’ ‘রাধে’র একগুঁয়ে ব্যক্তিত্বে আতঙ্কিত হয়ে পড়ে। যখন ‘রাধে’ ‘নির্ঝরা’কে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে যে- সে একজন ভাল মানুষ,তখন ‘রাধে’ বিশৃখলা করে (এদৃশ্য সালমান ভাইয়ের অভিনয়🔥)।

‘নির্ঝরা’ ‘রাধে’কে বিশ্বাস করে এবং তার প্রেমিকা হিসেবে গ্রহণ করে। কিছুদিন পরে-হঠাৎ,কিছু স্থানীয় গুন্ডা ‘রাধে’কে নির্মমভাবে আঘাত করে।কারণঃ (‘রাধে’ পুলিশের সহায়তায় শহরের কিছু পতিতালয় বন্ধ করে দেয়। ‘রাধে’ মাথায় আঘাত পেয়ে তার অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলে। তার ভাই তাকে একটি আশ্র‍য় কেন্দ্রে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য,বেশকিছুদিন পরে ‘রাধে’ যখন আশ্রয় থেকে পালিয়ে ”নির্ঝরার কাছে যায় ততখনে ‘নির্ঝরা’ সুইসাইড করে ফেলে। আর,এই শেষ দৃশ্য সালমান ভাইয়ের যে অভিনয় দক্ষতা আমি দেখেছি,তার গোটা ক্যারিয়ারে এমন অভিনয় বিরল…এই শেষ দৃশ্য দেখার জন্য হলেও সিনেমাটা আমি পূর্ণ ১৩ বার দেখেছি।

Checkout another article about বছর সেরা ৭ ব্লকবাস্টার

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *