ঝিম ধরানো সেরা ৮ বাংলা মিক্স
01. Name: Priyotoma 2023
- Genres: Romance,Drama
- Cast: Shakib Khan, Idhika Paul, Shahidujjaman Selim,Lutfor Rahman George,Kazi Hayat,Elina Shammy etc..
- Released: 29 June 2023
- P.R: 6.5/10
সুমন অগোছালো একটা ছেলে।তার ভাইকে কেউ একজন খুন করে। এমনকি, তার ভাইয়ের পাওনা টাকাও শোধ করছে না। এর ফলে,সুমন চলে যায় সেই ঠিকানায়। তার ভাইয়ের পাওনা টাকা ফিরিয়ে আনা এবং খুনের সন্ধানের উদ্দেশ্যে। গ্রামের মেম্বারের মেয়ে ইতির প্রেমে পড়ে সুমন। এই প্রেমের শেষটা কি মধুর হবে? নাকি বিষাদময়?
সুমন চরিত্রে শাকিব খানের লুক,অভিনয় ভালো ছিল। বিরতির আগে মুটামুটি ছিল। কিন্তু,লাস্ট আধা ঘণ্টা নিজের অভিনয় দক্ষতার প্রমান দিয়েছেন তিনি। ইতি চরিত্রে ইধিকা পালের অভিনয় ভাল লেগেছে। বিরতির আগে কমেডি,এবং পরে তার ইমুশনাল অভিনয়ে মুগ্ধ হয়েছি।
ভিলেন চরিত্রে শহিদুজ্জামান সেলিমের চট্টগ্রামের ভাষায় কথা বলাটা বেশ সাবলীল।অভিনয় যথারীতি। কাজী হায়াত,এলিনা শাম্মীর স্ক্রিন টাইম খুব কম।ইতির বাবা চরিত্রে লুৎফর রহমান জর্জ কে আহামরি লাগে নি।
ফার্স্ট হাফ ছিল টোটালি বোরিং। কিছু টুইস্ট দেয়ার চেষ্টা ছিল, কিন্তু সেটা আগে থেকেই সহজে ধরে ফেলা যায়। যেমনঃ সুমনের ভাইয়ের খুনি কে? গল্প ছিল টিপিক্যাল, প্রেডিক্টেবল, কমন।কোন ইউনিক গল্প নেই।এমন গল্পের সিনেমা আমাদের বাংলাদেশেই বহু হয়েছে।এমনকি শাকিবেরই “আমার স্বপ্ন তুমি” এবং “আরো ভালবাসবো তোমায়” সিনেমার সাথে কিছুটা মিল ছিল প্রিয়তমার। যা আমাকে হতাশ করলো। ফার্স্ট লুক যেমন ড্যাশিং,একশনেবল ছিল,ফাইট সিন তেমন হয়নি মোটেও। ভারতীয় ফাইট ডিরেক্টর এনে কোন লাভ হয় নি।সেই আগের উড়াউড়িতেই রয়ে গেলো। যা হতাশাজনক। শাকিবের লুক বিবেচনা করে,পরিচালক কে ভালো ফাইট সিকুয়েন্স তৈরিতে মনোযোগ দেয়া উচিত ছিল। যেটা মনে রাখার মত কিছু হতো।
“কোরবানি কোরবানি”, “ওগো প্রিয়তমা” এবং লাস্ট “ঈশ্বর” গানটা খুব সুন্দর।ক্লাইম্যাক্সে সেটা ইমুশনে নাড়া দিবে। বিজিএম ভালো। শাকিবের এন্ট্রিটাও ভালো। লাস্ট ৩০ মিনিট ছিল সিনেমার প্লাস পয়েন্ট। ফার্স্ট হাফে শহিদুজ্জামান সেলিমের কিছু আজাইরা সিন দেয়ার দরকারই ছিল না। এগুলো বিরক্তিকর। ফার্স্ট হাফ বোরিং ভাবে উপস্থাপন না করলে ভাল হতো। বিরতির টাইমিং টাও জোর করে দেয়া হয়েছে বলে মনে হলো।
শাকিবের পুরনো আমেজটা আবার ফিরে এলো প্রিয়তমার মাধ্যমে। দেখতেই পারেন
02. Name: Chengiz 2023
- Genres: Action,Thriller
- Cast: Jeet,Susmita Chatterjee, Rohit Roy,Shataf Figar,Sudeep Mukherjee etc..
- Released: 21 April 2023
- P.R: 6.5/10
জয়দীপের কিশোর বয়সে খুন হয় তার বাবা মা। জয়দীপের এখন দেখাশোনা করে তার মামা ও মামী। সেই ক্রিমিনালকে খুন করতে বাসা থেকে বের হয়ে হয়ে যায় জয়দীপ। তারপর একের পর এক ঘটনা, টুইস্ট। কলকাতা শহরে সাধারণ এই জয়দীপ সিং কিভাবে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার চেঙ্গিজ হয়? পুলিশ কি এত বড় গ্যাংস্টার কে ধরতে পারবে?তা জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। ততকালীন সময়ের কলকাতার ভয়াবহ অরাজকতা নিয়েই সিনেমার গল্প। এরকম গ্যাংস্টার ড্রামা,বড় পরিসরে,এত এত সাপোর্টিং কাস্ট নিয়ে কলকাতায় এর আগে কেও রিস্ক নেয় নি। যেটা জিত করে দেখিয়েছে।
অভিনয়ের কথা বললে,চেঙ্গিজ এবং ড্যানিয়েল ডিসোজা এই ২ চরিত্রে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন জিত। গ্যাংস্টার হিসেবে লুক,দাড়ির কাটিং, এটিটিউট সব কিছুই আমার দারুণ লেগেছে। প্রসংশার দাবিদার। এয়ার হোস্টেজ নন্দিনী চরিত্রে ছিলেন সুস্মিতা চ্যাটার্জি। স্ক্রিন টাইম তুলনামূলক খুবই কম। গ্যাংস্টার টাইপ সিনেমায় নায়িকারা তেমন স্পেস পায় না।এখানেও সেটাই। তবে,যতক্ষন ছিলেন,বেশ ভাল। মাফিয়া লিডার উমর চরিত্রে শাতাফ ফিগার মারাত্মক অভিনয় করেছে। আরেকটু স্ক্রিন টাইম থাকলে হয়তো বেটার হতো।তবুও খারাপ না।
চেঙ্গিজের মামার চরিত্রে রহিত রয় ছিলেন দূর্দান্ত। সিনেমার সেকেন্ড লিড চরিত্রে ছিলেন তিনিই। শুরু থেকে শেষ অব্দি।একটা রহস্যময় চরিত্র।
ড্যানিয়েল ডিসোজাকে নিয়েও লাস্টে টুইস্ট থাকবে আপনাদের জন্য। উইড্ডা,রাগাড়া গানগুলো অসাধারণ।স্পেশালি,রাগাড়া গানে ড্যান্স পারফরম্যান্স ছিল টপনচ। অরিজিত সিং এর “এভাবে কে ডাকে” গানটা মুটামুটি ছিল। অরিজিত হিসেবে বেশি এক্সপেক্ট করেছিলাম। যেমনটি রাবনের রোমান্টিক গানে ছিল। সেটা পাইনি। ক্যামেরার কাজ যথেষ্ট ভালো ছিল। স্টেডিয়ামের খেলার সিন,ঘোড়ার সিন,ফাইট সিন গুলোও দারুণ।
সিনেমাতে জিতের সংলাপ গুলো ছিল ভালো । “চেঙ্গিজের আজকাল হয় না, যুগ হয় যুগ।” তবে জিতের অন্য সব সিনেমার তুলনায় এখানে তার হিরোইজম টা তুলনামূলক কম দেখানো হয়েছে। ব্যাপার না,গল্পে বেশি ফোকাস ছিল। তো সব মিলিয়ে চাইলে একবার দেখতেই পারেন। হতাশ হবেন না।
03. Name: Kill Him 2023
- Genres: Crime,Action,Thriller
- Cast: Ananta Jalil,Barsha,Rubel,Kazi Hayat,Chikon Ali,Misha Sawdagar etc..
- Released: 22 April 2023
- P.R: 3.8/10
প্রিন্স ড্রাইভিং করে ইনকাম করে।একদিন তার গাড়িতে এক মেয়ে উঠে।তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে,নিজস্ব ল্যাবে নিয়ে যায়। মেয়েটির নাম জেনিয়া।একজন ডাক্তার।প্রিন্সের ব্রেইনের অতীত মুছে দেয়,নতুন কিছু মেমোরি প্রবেশ করিয়ে তাকে বিশ্বাস করতে বাধ্য করায়,যে সে প্রিন্স না, সালমান চৌধুরী। এবং,জেনিয়া তার স্ত্রী। বোকা বানিয়ে, জেনিয়া প্রিন্সকে দিয়ে একের পর এক খুন করাতে থাকে।অপরাধী হয়ে পড়ে প্রিন্স।এতে ব্যাবসার লোকসান হয় ফাহাদ ফয়সালের। তাই সে এই অজ্ঞাত খুনিকে ধরার জন্য আরেক কুক্ষাত কিলার টাইগারকে ভাড়া করে। কেন জেনিয়া প্রিন্সের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে?জেনিয়ার সাথে ফাহাদ ফয়সালের শত্রুতার কারন কি?এত লোক থাকতে,জেনিয়া কেন প্রিন্সকেই বেছে নিল তার হাতিয়ার হিসেবে?
প্রিন্স/সালমান চরিত্রে জঘন্য পারফরম্যান্স দিয়েছেন অনন্ত জলিল।হাটা চলা,মুখের ভংগি,চোখের এক্সপ্রেশন কিছুতেই আপনার তাকে ভয়ংকর খুনি বলে মনে হবে না। তার ২ টা চিৎকারের সিন আছে,যা দেখলে আপনার হাসি আসবে।সেই পুরনো একশন।ঘুষি মারলে কাচ ভেংগে বা বাক্সের উপর চিত হয়ে পরে।দৃষ্টিকটু লেগেছে। ড. জেনিয়া চরিত্রে বর্ষা বেশ ভাল করেছে।তার ভয়েস না থাকায় চরিত্রটা মুটামুটি ফুটে উঠেছে। লাস্ট দিকে,অনন্তের সাথে সংলাপে ভাল করেছে।অভিনয়ে ইমপ্রুভমেন্ট লক্ষ্যনীয় ছিল। ফাহাদ ফয়সাল চরিত্রে মিশা সওদাগরের মুখে বলা ডায়লগ “গরু ঘাস খেয়ে দুধ দেয়,সাপ দুধ খেয়ে বিষ দেয়।আর আমি ফাহাদ ফয়সাল সেই বিষ হজম করতে পারি।” একটা সময় পর খুবই বিরক্ত লাগছিল শুনতে।
টাইগারের ভুমিকায় রুবেল দারুণ করেছেন।স্পেশালি,জেকেট পরে,মুখে বিড়ি নিয়ে এন্ট্রিটা জোশ।পুরো সিনেমায় তিনি আজাইরাই মুখে বিড়ি পুরে রেখে চোখে বিরক্তি দিয়েছে।ভালো করেছে।কিন্তু,তার থেকে আরেকটু এক্সপেক্ট করেছিলাম।হতাশ হয়েছি। “ঈদ মোবারক”গানটা দারুণ ।অনন্তের ড্যান্সের ইমপ্রুভমেন্ট হয়েছে।”ভালবাসি বল”গানটা ভালো। কিন্তু,আইটেম সং জমেনি।বিশ্রী ছিল। অনন্ত,বর্ষা,মিশা,রুবেল প্রত্যেকের জন্য আলাদা বিজিএম ছিল।সিনেমা শেষ হলেও,বিজিএম গুলো আপনার কানে বাজবে। ক্লাইম্যাক্সে এ সিকুয়েল আসার ইংগিত দেয়।চাইলে দেখতেই পারেন।
04. Name: Khela Jawkhon 2022
- Genres: Crime,Thriller
- Cast: Arjun Chakrabarty,Mimi Chakrabarty,Sushmita sen,Anindya Chatterjee,Barun Chanda etc.
- Released: 01 July 2022
- P.R: 6.5/10
উর্মি দীর্ঘ দিন পর হাস্পাতাল থেকে আজ রিলিজ পাচ্ছে।তার স্মৃতি নষ্ট হয়ে গেছে।কিছুই মনে করতে পারছেনা। তার স্বামী,পরিবারের কথায় জানতে পারলো,তার একমাত্র ছেলে মারা গিয়েছিল অইদিন।এক্সিডেন্টের জন্য দায়ী ছিল সে নিজেই। কিছু স্মৃতি ঘুমের ঘোড়ে আবছা মনে পড়ে,কিন্তু তার সাথে বাস্তবের কোন মিল পায়না। যেমন,বিয়ের আগেই ছোট বেলায় তার শশুড়বাড়ি খেলা করা,নিজের ছেলেকে ভীড়ের মধ্যে দেখতে পাওয়া ইত্যাদি।কিন্তু,তার ছেলে তো বেচে নেই।
এমনকি,কিছু দিন যাবত তাকে কেও ফলো করছে,অদ্ভুদ চিরকুট দিচ্ছে,বাসার নিচে এসে ভিডিও করছে,এমনকি খুনও করতে চাচ্ছে। সে এসব ব্যাপারে কনফিউজড। কি এমন ঘটেছিল অতীতে,যা নিয়ে তার সাথে এমন হচ্ছে?তার স্বপ্ন আর বাস্তব কি এক নাকি ভিন্ন?ছেলে কি আদৌ বেচে আছে?তার স্মৃতি ফিরে আসবে?তাকে কেনই বা সবাই মারতে চায়? জানতে হলে দেখুন সিনেমা।
সিনেমার প্লাস পয়েন্ট হলো স্টোরি টেলিং।থ্রিলিং করে রেখেছে শেষ অব্দি।টান টান উত্তেজনা ফিল দিবে।কি হয়েছে,কেন হয়েছে, সব জানতে দর্শক মরিয়া হয়ে উঠবে। মিমির অভিনয় ভাল ছিল।এরকম কামব্যাক দরকার ছিল।শুরু থেকে লাস্ট একশন সিন অব্দি দারুন পারফর্ম করেছে।
উর্মির স্বামী সাগ্নিক চরিত্রে অর্জুনের লুক,পারফরম্যান্স ভাল ছিল।একশন সিনেমায় য়াকে ভালই লাগে। সিনেমার গল্প পরিচিত আমাদের।তবে প্রেজেন্টেশন টা দারুন ছিল।
কিছু অতীত,যা মুখে বলেছে,সেগুলো যদি ফ্ল্যাশ ব্যাক হিসেবে দেখাতো,তাহলে সিনেমাটা আরো প্রানবন্ত লাগতো।
সুস্মিতার লুক সিনেমার জন্য পারফেক্ট। ভালই করেছে। আপকামিং চেংগিস এর জন্য তাকে শুভকামনা। যা হিন্দিতেও রিলিজ পাবে। পরিবার,মা বাবার চরিত্রগুলো ও ভাল ছিল। বিজিএম ঠিকঠাক। তবে,”রাজা রানী রাজকুমারী” গানটা আলাদা রকম গুজবাম্প ফিল দিবে।সুর,গানের টাইমিং ভাল ছিল আমার ভালই লাগসে।চাইলে দেখতেই পারেন।
05. Name :Bougainvillea 2024
- Genre:Action, Crime, Mystery, Thriller
- Imdb rating: 6.5/10
- Year: 2024
- Cast: Kunchacko Boban,Fahadh Faasil,Jyothirmayi,Veena Nandakumar etc
- Personal rating: 5/10
Bougainvillea ২০২৪ একটি মালায়ালাম ভাষার সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার মুভি। গল্পটি একটি জটিল পারিবারিক কাহিনীকে ঘিরে, যেখানে ড. রয়েসের অতীতের অন্ধকার অধ্যায় ধীরে ধীরে উদঘাটিত হয়। মূলত নিখোঁজ নারীদের নিয়ে শুরু হওয়া তদন্ত ক্রমশ এক ভয়ানক সত্যের দিকে মোড় নেয়, যা প্রতিটি চরিত্রের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কাহিনির উল্লেখযোগ্য দিক হলো উত্তেজনা ও রহস্য বজায় রেখে গল্পের মোড় পরিবর্তন, যা দর্শকদের মগ্ন করে রাখে।
কে এই নারীদের নিখোঁজ করে তা জানতে হলে আপনাকে এই মুভি দেখতে হবে। আমার কাছে মুভিটি মোটামুটি ভালই লাগছ।মুভিটি সনি লিবে এভেলেবেল আছে চাইলে দেখতে পারেন।মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং লোকেশন এর দৃশ্য ধারণ গুলো খুব ভালো ছিলো। পরিশেষে এতোটুকুই বলতে চাই Bougainvillea তার মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার জন্য প্রশংসিত হয়েছে। রহস্যময় পরিবেশ, শক্তিশালী অভিনয়, এবং আবেগপ্রবণ ক্লাইম্যাক্স এটি দর্শকদের মন জয় করেছে।
06. Name : Red One 2024
- Genre: Action/Comedy
- Imdb rating: 6.6 /10
- Year: 2024
- Cast: Dwayne Johnson,Chris Evans,Kiernan Shipka,Lucy Liu,J. K. Simmons,etc
- Personal rating: 5.1/10
Red One ২০২৪ একটি ক্রিসমাস থিমযুক্ত অ্যাকশন কমেডি মুভি, যা অনন্য গল্প এবং অভিনব কনসেপ্ট নিয়ে নির্মিত। মুভিটির গল্পের কেন্দ্রে রয়েছে Jack O’Malley (Chris Evans), একজন দক্ষ হ্যাকার, যিনি অজান্তেই সান্তা ক্লজ (J.K. Simmons) বা “Red One”-এর অপহরণে যুক্ত হয়ে পড়েন। Santa’s প্রধান সুরক্ষা কর্মকর্তা Callum Drift (The Rock) এর সাহায্যে তারা সান্তাকে উদ্ধার করতে চায়। মুভিতে ক্রিসমাসের স্পিরিট, বন্ধুত্ব, এবং একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরা ফুটিয়ে তুলেছে। মুভিটি শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত। এটি শিশুদের তাদের কল্পনাশক্তি ধরে রাখতে অনুপ্রাণিত করে এবং প্রাপ্তবয়স্কদের তাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। তাই দেরি না করে এখনি দেখে ফেলুন।
Chris Evans এবং Dwayne Johnson তাদের ভূমিকায় চমৎকার অভিনয় করেছেন। আমার কাছে দুজনের অভিনয় একসাথে খুব ভালো লাগছে। J.K. Simmons-এর সান্তা ক্লজ চরিত্রটি ক্রিসমাসের আসল মেজাজকে ধারণ করে। তার অভিনয় মুভিতে একটি বিশেষ মাত্রা যোগ করেছে। মুভিটির অভিনয়, কাহিনি এবং থিমগুলো মুগ্ধকর এটি একটি মজার এবং হৃদয়গ্রাহী ক্রিসমাস মুভি, যা দেখা উপভোগ্য হবে। আমার কাছে ভালো লাগছে মুভিটা। তাহলে দেরি না করে দেখে ফেলুন মুভিটা এভেলেবেল অ্যামাজন প্রাইম ভিডিও তে।
07. Name: Sikandar Ka Muqaddar 2024
- Genre :Thriller/Action
- Imdb rating : 5.9/10
- Year :2024
- Cast :Jimmy Shergill,Avinash Tiwary,Tamannaah Bhatia,Rajeev Mehta etc
- Personal rating : 5/10
একটি রহস্যময় হিরে চুরির ঘটনার তদন্তে নেমে একজন পারফেক্ট পুলিশ অফিসার ও একজন সন্দেহভাজন অপরাধীর মধ্যে সম্পর্ক ও দ্বন্দ্ব ঘনীভূত হয়। তল্লাশি ও সন্দেহ এক সময় অভশেশনে পরিণত হয়, যাতে করে তাদের একটি রোমাঞ্চকর এবং আবেগপূর্ণ সঙ্কটে ফেলতে বাধ্য করে। আসলে কে এই হিরে চুরির সাথে জড়িত বা কে করেছে তা জানতে হলে আপনাকে এই মুভিটা দেখতে হবে। সদ্য নেটফ্লিক্স এর মাঝে এই মুভি রিলিজ হওয়া ক্রাইম জর্নার মুভিটি দেখে শেষ করলাম আমার কাছে এভারেজ ভালো লাগছে।
মুভিটির লাস্টের ২০ মিনিট খুব থ্রিল ছিলো ভালো। এখন আসা যাক অভিনয়ে : অভিনাশ তিওয়ারি একজন সন্দেহভাজন হিসেবে চমৎকার অভিনয় করেছেন, যেখানে তামান্না ভাটিয়া তার চরিত্রে প্রাণ দিয়েছেন। জিমি শেরগিল পুলিশের চরিত্রে দারুণ অভিনয় করেছেন। তাহলে দেরি না করে দেখে ফেলুন মুভিটা ভালো লাগবে। নেটফ্লিক্স এর মাঝে এভেলেবেল আছে।
08. Name:Lucky Baskhar 2024
- Genre:Crime – Drama- thriller
- Imdb rating:8.4/10
- Year: 2024
- Cast: Dulquer Salmaan,Meenakshi Chaudhary,Surya Srinivas,Ramki etc
- Personal rating:7/10
ভাস্কার একজন ব্যাংক ক্যাশিয়ার, যার পরিবার আর্থিক চাপে জর্জরিত। একটি অপ্রত্যাশিত প্রস্তাব তাকে সহজে অর্থ উপার্জনের পথে টেনে নিয়ে যায়। প্রথমদিকে তার জীবন বদলালেও, লোভ এবং ভুল সিদ্ধান্ত তাকে গভীর সমস্যায় নিয়ে যায় । এই মুভি ভাস্কারের সেই যাত্রার গল্প বলে, যেখানে তিনি নিজের ভুলগুলো বুঝতে শিখে পুনরায় জীবনের ভারসাম্য খুঁজে পান। পুনরায় সে জীবন যাপন শুরু করতে থাকে আবার।
ভাস্কারের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন দুলকার সালমান। তিনি এই চরিত্রের সাথে একবারে মিশে গেছেন দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন পর্দাতে। মীনাক্ষী চৌধুরী ভাস্কারের স্ত্রীর চরিত্রে তার উপস্থিতি গল্পে আবেগ যোগ করেছে। মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানগুলো ভালই ছিলো। লাকি ভাস্কার একটি আবেগপ্রবণ গল্প যা মধ্যবিত্ত শ্রেণির স্বপ্ন এবং সংগ্রামের সঙ্গে একাত্ম হয়। এটি এমন একটি মুভি যা জীবন, উচ্চাকাঙ্ক্ষা, এবং মূল্যবোধের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার শিক্ষা দেয়। নেটফ্লিক্সে অরজিনাল হিন্দি ডাবিং এভেলেবেল আছে চাইলে দেখতে পারেন।