মিস্ট্রি-থ্রিল ভরপুর সেরা ৭ ব্লকবাস্টার
01. Name: Mark Antony (2023)
- Genres: Science Fiction, Action,Thriller
- Cast: Vishal,Ritu Verma,SJ Surya,Sunil,Selvaraghavan etc…
- Released: 15 September 2023
- P.R: 08/10
সালটা তখন ১৯৭৫। বিজ্ঞানী চিরঞ্জীবী বহু চেষ্টার পর,একটা টেলিফোন আবিষ্কার করতে সক্ষম হয়।যে টেলিফোন দিয়ে বর্তমান থেকে অতীতে টাইম ট্রাভেলের বদৌলতে কথা বলা যাবে।এর ব্যাবহারের কিছু নিয়মাবলি আছে।আবিষ্কারের ঠিক সেই রাতেই,একটা পাবে চিরঞ্জীবী খুন হয়।সাথে খুন হয় এন্টনি নামক গ্যাংস্টার। খুনির নাম একাম্বারাম। ঠিক ২০ বছর পর,১৯৯৫ সালে এন্টনির ছেলে মার্ক এই টেলিফোন টি পায়।এবং,এর মাধ্যমে সে তার বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যদিও,মার্ক তার বাবাকে ভীষণ ঘৃনা করে, তার অপকর্মের জন্য। মুলত গল্প এখান থেকেই শুরু। তারপরেই আসতে থাকে একের পর এক রহস্য। গল্প চক্রাকারে আবর্তিত হতে থাকে।
✅পজেটিভ দিক: ডাবল রোলে ভিশালের পারফরম্যান্স অনবদ্য। স্পেশালি দাড়ির লুকে এন্টনিকে দারুণ লেগেছে। ক্লাইম্যাক্সে মাথায় টাক নিয়ে পর্দায় হাজির হওয়ায়,চেনা খুব কষ্ট হয়ে যাবে। 🔥 ১৯৭৫,১৯৯৫ এ সময়কাল গুলো যেভাবে পর্দায় প্রেজেন্ট করেছে, প্রশংসার দাবিদার পরিচালক,রিয়েলিস্টিক ফিল দিয়েছে। এছাড়া, গল্প শুরু থেকেই ফাস্ট।বোরিং হবার কোন সুযোগই দেয়নি।ফার্স্ট হাফ ছিল টান টান উত্তেজনাপূর্ণ। সেকেন্ড হাফে টেলিফোন, টাইম ট্রাভেল নিয়ে পুরোটা সময় খেলা দেখিয়েছে। এসজে সুরিয়ার পারফরম্যান্স মারাত্মক। তিনিও ডাবল রোল। যেমন রাগান্বিত এক্সপ্রেশন,তেমনি কমেডি সিকুয়েন্সে নিজের জাত চিনিয়েছে। রিতু ভার্মা সুবিধা করতে পারে নি।সুনিলকে গ্যাংস্টার ক্যারেক্টরে আবারো দেখলাম।এ লোক কেবল কমেডিয়ান না,তুখোড় ভিলেন সেটা আবারো প্রমান করলো। একশন সিকুয়েন্স, বিজিএম পারফেক্ট।প্রেজেন্টেশন, মেকিমগ আমার ভালো লাগছে।
নেগেটিভ দিকঃ নেগেটিভ দিক বলতে গেলে,এই গল্প যে জীবনে ১ম দেখছি,তা কিন্তু নয়। তামিলের ২০১৬ সালে সুরিয়ার “24” সিনেমার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার সাথে মিল পাবেন অনেকটাই। তবে,দেখানোর ধরন আলাদা। এছাড়া, টাইম ট্রাভেলের কারণে সেকেন্ড হাফে গল্পটা কিছুটা এক জায়গায়ই ঘোড়পাক খেয়েছে।
02. Name: Bhajarangi 2 (2021)
- Genres: Fantasy,Action
- Cast: Shiva Rajkumar, Bhavana,Shruti,Chelubaraj etc..
- Released: 29 October 2021
- P.R: 8.5/10
আঞ্জি তার বোনের কাছে বেড়াতে এসেছে। ভালোই দিন কাটছিল তাদের। একসময়,পুরো গ্রামবাসীর উপর অত্যাচার করে আরাকা।সকলকে মেরে,আঞ্জির বোন,প্রেমিকা সহ অনেককেই তুলে নিয়ে যায় তার গোপন আস্তানায়। আরাকা গাছের বাকল দিয়ে আফিম তৈরি করে,যা দিয়ে ব্যাপক বিজনেস হয় তার।আর,এসব আফিম বানানোর জন্যই দরিদ্র গ্রামবাসীকে তার কাজে লাগায়। এদিকে,আঞ্জি তার বোন,প্রেমিকাকে রক্ষা করতে না পারায়,রাগে,শোকে আত্মহত্যা করে। মূলত গল্প এখান থেকেই শুরু। এরপরেই ঘটতে থাকে টুইস্ট, জুড়ে যায় কিছু কানেকশন।
✅পজেটিভ দিক :সিনেমার ভিএফএক্স, কালার গ্রেডিং, প্রেজেন্টেশন মারাত্মক লেগেছে। শিভা রাজকুমার এর পারফরম্যান্স ভুলা যাবে না। তার জন্য আরো ১ বার দেখব ভাবছি। গল্পটাও বেশ ভিন্নভাবে প্রেজেন্ট করেছে। বাজরাংগির ১ম পার্ট ২০১৩ সালের।সময় অনুযায়ী মোটামুটি ভালো ছিল সেটা। তবে,এই সিকুয়েল ছিল অন্য লেভেলের। একশন সিকুয়েন্স, শিভা রাজকুমারের কিছু পারফরম্যান্স গুজবাম্প ক্রিয়েট করবে। বিজিএম খুব ভাল ছিল। সিনেমায় আয়ুর্বেদিক চিকিৎসা, জঙলিদের প্রতি ভালবাসা দারুন ভাবে ফুটিয়ে তুলেছে। সাথে সামাজিক ভালো কিছু মেসেজ দিয়েছে।
অনেক কিছুই কাল্পনিক। তাই বাস্তবতার সাথে মিল খুজলে হবে না। মাথায় রাখতে হবে, এটা একটা সিনেমা। ব্যাস। কাল্পনিক সেসব বিষয়গুলো ভালো এন্টারটেইনিং ছিল। আর,নায়িকার সিকুয়েন্স ১ম এই যা ছিল, পরবর্তীতে আর নেই। আর হ্যাঁ, এটি দেখার জন্য, ১ম পার্ট দেখা জরুরি নয়। গল্পের কোন কানেকশন নেই। ১ম পার্টও চাইলে দেখতে পারেন।
03. Name: Skanda: The Attacker (2023)
- Genres: Action,Thriller
- Cast: Ram Pothineni,Sree Leela,Sai Manjrekar,Srikanth etc..
- Released: 28 September 2023
- P.R: 06/10
আজ অন্ধ্র প্রদেশের CM রায়ুদুর মেয়ের বিয়ে।অথচ, কিছুক্ষণ পরই,মেয়ে পালিয়ে যায় বিয়ের আসর থেকে।জানা যায়,রাজনিশ রেড্ডির ছেলে এসবের জন্য দায়ী। রাজনিশ রেড্ডি হলো আবার তেলেঙ্গানার৷ CM.. এরপরেই,২ জনের শত্রুতা শুরু হয়ে যায়। এদিকে,এই ২ শত্রুর সাথে গেম খেলা শুরু করে, গল্পের নায়ক রাম। কঠিন এক রিভেঞ্জ। কি সেই রিভেঞ্জ? অতীতে কি ঘটেছিল তার সাথে? এসব প্রশ্নের উত্তর পেতে দেখে ফেলুন সিনেমাটা।
✅পজেটিভ দিক: Ram Pothineni on fire 🔥 তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। The warrior,Ismart Shankar,Red সবগুলোতেই যেমন পারফর্ম করেছে, তা দেখেই ভালো লাগা তার প্রতি। সিনেমায় তার ক্ষেপাটে পারফরম্যান্স,চোখ, মুখের এক্সপ্রেশন,লুক,ড্যান্স দূর্দান্ত লেগেছে। এক কথায় পুরো সিনেমা জুড়ে একাই খেলেছে রাম। বিরতির আগে,তার সেই ফাইট সিকুয়েন্স দারুণ ছিল। শ্রীলীলার ড্যান্স দেখে মুগ্ধ হয়েছি।কমেডি,রাম-শ্রীলিলার রোমান্টিকতা মোটামুটি ভালো।সাই মাঞ্জরেকর মোটামুটি ভালো করেছে। ভালো কয়েকটি টুইস্ট ছিল। ক্লাইম্যাক্সের টুইস্ট টা বেশি ভাল লেগেছে। ফ্ল্যাশব্যাকের স্টোরিতে অভিনয় টা বেশ ভাল ছিল । বিজিএম ভালো।
নেগেটিভ দিকঃ গল্পটা ইউনিক নয় মোটেও।এরকম ফ্ল্যাশব্যাক, রিভেঞ্জ স্টোরি বাংলাতেও দেখেছি কয়েকটি। গল্পটা হতাশ করেছে। বোয়াপতির ডিরেকশনে ঘাটতি লক্ষ্য করা গেছে। আগের Sarrainodu এর মত মেকিং হলেও বুঝতাম। একশন সিকুয়েন্স অতিরঞ্জিত, উড়াউড়ি,যা দেখতে ভালো লাগে নি। একশন সিকুয়েন্স ভালো করা দরকার ছিল। Skanda 2 আসবে। আমার এক্সপেকটেশন অনুযায়ী গল্পটা হয়নি।
04. Name: Antarjaal 2022
- Genres: Thriller
- Cast: Bony Sengupta,Kowshanj,Prantik Banerjee etc..
- Released: 29 July 2022
- P.R: 5.8/10
গত পরশু রাত থেকে মিসিং লহড়ির হাজব্যান্ড অপূর্ব। পুলিশের কাছে কমপ্ল্যাইন করেছে,তদন্ত শুরু হয়েছে। লহড়ির ভাষ্যমতে, সেদিন রাতে এক পার্টি ছিল তাদের বাড়িতে। সেখানেই অপুর্ব ও তার প্রাক্তন প্রেমিকা ঘনিষ্ঠ হয়েছিল। পরবর্তীতে, উক্ত প্রাক্তন প্রেমিকাও মারা যায় বেশ কাকতালীয় ভাবে।আর,অপূর্ব ও বাসায় ফেরেনি। তাই সবাই,অপূর্ব কেই প্রাথমিকভাবে খুনি হিসেবে বিবেচনা করছে। মূল ঘটনা কি? লহড়ি কি সত্যি বলছে? অপূর্ব বেচে আছে নাকি পলাতক?
সিনেমাটা একেবারে খারাপ নয়।বনি-কৌশানির টিপিক্যাল রোমান্টিক সিনেমা দেখে বিরক্ত হয়ে গিয়েছিলাম। এটাও সেরকমই ভেবেছিলাম। তবে না,এটাতে রোমান্টিক বলতে কোন ব্যাপারই নেই,শুরু থেকেই রহস্য। ক্লাইম্যাক্স বেশ অন্যরকম ছিল। থ্রিল টা আরো ভালোভাবে দেখানো যেতো।সহজেই ধরে ফেলা যায়,মূল ক্রিমিনাল কে। বনির স্ক্রিন টাইম খুব কম,এটা দেখে বেশ অবাকই হয়েছি। পরিচালক গল্পে খুব মনোযোগ হওয়ার চেষ্টা করেছে,এটা ভালো দিক,আজাইরা স্ক্রিন প্রেজেন্ট করেনি। পুলিশ ক্যারেক্টার গুলো একেবারে খারাপ ও বলা যাবে না,খুব ভালো তাও না।এভারেজ। কৌশানির অভিনয় খারাপ বলাও যাবে না। সব মিলিয়ে, বনি-কৌশানি জুটির টিপিক্যাল সিনেমা থেকে বেশ ভাল ছিল। এতটা তাদের থেকে আমি অন্তত এক্সপেক্ট ও করিনি।
05. Name: 47 Days:The Mystery Unfolds (2019)
- Genres: Crime,Thriller
- Cast: Satyadev Kancharna,Puja Javery,Ravi Varma,Roshani Prakash,Shrikant etc..
- Released: 15 March 2019
- P.R: 07/10
ফার্মাসিউটিক্যালসের মালিক শ্রিনিভাসের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে, আত্মহত্যা বলে কেস বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু,সত্যদেব তদন্ত করে বুঝতে পারে,এটা কোন আত্মহত্যা নয়,ক্লিয়ার মার্ডার। সত্যদেব একজন পুলিশ অফিসার, আপাতত সাসপেনশনে আছে।
সত্যদেব বুঝতে পারে, তার স্ত্রী হত্যার পেছনেও,এই চক্রের হাত রয়েছে। কিন্তু,কিছুতেই তা পুলিশের কাছে প্রমান করতে পারে না।অদ্ভুদ সব ঘটনা ঘটতে থাকে সত্যদেবের সাথে। একটা ঘোরে চলে যায় সে।সবাই তাকে মানসিকভাবে বিপর্যস্ত বলতে থাকে। সত্যদেবের ধারণা কি ঠিক? এসবকিছুর মূলে কে রয়েছে?
পজেটিভ দিক: সিনেমার ফার্স্ট হাফ ছিল পজেটিভ দিক। দূর্দান্ত থ্রিল আর টুইস্টে ভরপুর ছিল ফার্স্ট হাফ। মনে অনেক অজানা প্রশ্নের জন্ম দেবে। সত্যদেবের অভিনয় ভাল লেগেছে। সাথে রোশানি প্রকাশের সাথে রোমান্টিকতা মোটামুটি। পূজা জাভেরির স্ক্রিন প্রেজেন্ট ভালো লেগেছে,খুবই কিউট। ক্লাইম্যাক্স ধারনার বাইরে ছিল 🔥
নেগেটিভ দিকঃ গল্পের মেইন থিম আরো শক্তিশালী করলে,ভালো হতো। নায়িকার স্ক্রিন টাইম আরেকটু বেশি থাকা দরকার ছিল। ভিলেন ক্যারেক্টার কে স্ট্রং ভাবে প্রেজেন্ট করা উচিত ছিল।
06. Name: RDX:Robert Dony Xavier (2023)
- Genres: Action,Crime
- Cast: Shen Nigam,Antony,Niraj Madhav,Mahima Nambiar etc..
- Released: 25 August 2023
- P.R: 6.5/10
এলাকায় একটা প্রোগ্রাম চলছিল। সেখানে, কিছু গুন্ডা এসে ঝামেলা করে,ডনির বাবার গায়ে হাত তুলে।তাই ডনিও পালটা আঘাত করে বসে। পরবর্তীতে, সেই গুন্ডা গুলো ডনির বাড়িতে হামলা করে,এবং বাচ্চাসহ পরিবারের সকলকে জখম করে। মনে হয়েছে, পূর্বের কোন শত্রুতাও ছিল। ডনির ছোট ভাই রবার্ট, বাড়ি থেকে বহু দূর।বাবা তাকে পছন্দ করে না। হামলা করার পেছনে মূল ঘটনা কি? রবার্ট এখন কোথায়? কেন সে বাড়ি আসে না?
পজেটিভ দিক: ৩ জন হিরো, প্রত্যেকেই নিজেদের জায়গায় সেরা পারফরম্যান্স করেছে। ফাইটিং সিকুয়েন্স গুলো খুবই ভালো ছিল। সাথে রোমান্টিকতা,বন্ধুত্ব, পরিবার,প্রতিশোধ ভালভাবে প্রেজেন্ট করছে। রবার্ট ক্যারেক্টর এর চোখের এক্সপ্রেশন আমার ভীষণ ভালো লেগেছে। জেভিয়ারের হাতের সেই কেরাতে অস্ত্র 💥।বিজিএম উপভোগ্য।
নেগেটিভ দিকঃ কিং অফ কোঠার সাথে ক্ল্যাশে ব্লকবাস্টার হয়েছে, তাই এক্সপেকটেশন মারাত্মক ছিল আমার। সেই হিসেবে বেশ হতাশ হয়েছি।হয়তো, বেশি এক্সপেকটেশনই কাল হয়ে দাড়িয়েছিল আমার ক্ষেত্রে। প্রেজেন্টেশন ভালো হলেও,মূল গল্প খুবই কমন লেগেছে। আহামরি লাগে নি।নেই কোন দারুণ টুইস্ট, যেটা দরকার এসব সিনেমার ক্ষেত্রে। তাছাড়া, ফার্স্ট হাফে গল্প বেশ ভাল হলেও,সেকেন্ড হাফে অযথা ডিউরেশন বাড়ানোর প্রবনতা লক্ষ্য করা গেছে। মনে হয়েছে,পরিচালকের মূল উদ্দেশ্যই ছিল,ডিউরেশন আড়াই ঘন্টা করা,পুরো সেকেন্ড হাফে পাকড়াপাকড়ি খেলা দেখিয়েছে। লাস্ট,প্রতিশোধ টা মূলত রবার্ট ও ডনির,তাই জেভিয়ারের ক্যারেক্টর থাকা বা না থাকাতেও গল্পের কোন ইমপ্যাক্ট ই পড়ত বলে মনে হয় নি। বেশি এক্সপেকটেশন নিয়ে দেখবেন না। আমি গল্পটা আরো স্ট্রং এক্সপেক্ট করেছিলাম,সেভাবে পাইনি।
07. Name: 83 (2021)
- Genres: Sports,Drama,Biography
- Cast: Ranvir Singh, Deepika Padukone, Wamikaal Gabbi,Pankaj Tripathi,Mahindar Amarnath etc..
- Released: 23 December 2021
- P.R: 6.5/10
যেহেতু এটা ভারতীয় ক্রিকেটের এক সময়ের ক্যাপ্টেন কপিল দেবের বায়োপিক, তাই গল্প নিয়ে আলাদা কিছু বলার নেই। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ে,কপিল দেবের অবিস্মরণীয় অবদান ফুটিয়ে তুলেছে সিনেমায়। ফুটিয়ে তুলেছে তার আত্মবিশ্বাস, পরিশ্রম, অদম্য চেষ্টা, দেশপ্রেম।
রনভীর সিং কে পারসনালি ট্রল করলেও,তার অভিনয় নিয়ে দ্বিমত থাকার কথা না। কপিল দেবের ক্যারেক্টর এ তার লুক,গেট আপ দারুণ ছিল। সাথে পারফরম্যান্স ও নিখুত।
দীপিকার কয়েকটি সিকুয়েন্স আছে। প্রায় ১ ঘন্টার সময় তার স্ক্রিনে এন্ট্রি হয়। লুকটাও বেশ অন্যরকম ছিল। কোচের ক্যারেক্টারে পঙ্কজ ত্রিপাঠি তেমন সুবিধা করতে পারে নি। ওয়ামিকা গাব্বিও তেমন সুবিধা করতে পারেন নি। ক্রিকেট খেলার সিকুয়েন্স, প্রেজেন্টেশন, মাঠ এসব রিয়েলিস্টিক ভাবে উপস্থাপন করছে। সাথে দেশবাসীর ক্রিকেটের প্রতি আবেগ,ভালোবাসা ও ভালমতো দেখিয়েছে। অনেককিছুই সহজভাবে দেখিয়ে ফেলেছে মনে হলো। যেহেতু বায়োপিক, তাই “Jersey” এর মতো এক্সপেকটেশন নিয়ে দেখলে হতাশ হবেন। আরো ভালভাবে প্রেজেন্ট করা যেতো।