সামাজিক সতর্কতামূলক টপ ১০ ড্রামা-একশন
01. Name: Neru (Malayalam) 2023
- Genres: Courtroom Drama,Thriller
- Cast: Mohonlal,Siddiq,Priyamani,Anaswera Rajan,Jagadish etc…
- Released: 21 December 2023
- P.R: 09/10
সারা অন্ধ মেয়ে।সে হাতে ছুয়ে অনুমান করে, হুবহু যে কারোর ভাস্কর্য বানাতে পারে। একদিন সারাকে মাইকেল নামক ছেলে ফাকা বাসায় রেপ করে। তাই সারা ন্যায়বিচারের আশায়, মাইকেলের নামে কেস করে। কিন্তু,সারার পক্ষ্যে কোন উকিল লড়তে চায় না,কেননা বিপক্ষ্য হিসেবে রয়েছে বিখ্যাত উকিল রাজাশেখড়।পরবর্তীতে,সারার সাথে কথোপকথন হয় বিজয় মোহনের।বিজয় মোহন বহু বছর Law practice থেকে দূরে রয়েছে। সে সারাকে ন্যায়বিচার পাইয়ে দিতে চায়। এতবছর পর কি,বিজয় মোহন পুরনো ফর্মে ফিরতে পারবে? সারা ন্যায়বিচার পাবে? কিভাবে?
✅ কোর্ট রুম ড্রামা বরাবরই আমার পছন্দ। মোহনলাল মারাত্মক পারফর্ম করেছে পুরোটা সময় জুড়ে। বিপক্ষ্য উকিল হিসেবে সিদ্দিক ও ভাল মাইন্ড গেম খেলেছে,পারফেক্ট কাস্টিং। প্রিয়ামনি লাস্ট ১ ঘন্টা খেল দেখায়। যে কিনা,রাজাশেখড়ের মেয়ে। ভালো করেছে, প্রশংসনীয়। অন্ধ মেয়ে সারার চরিত্রে,অনশ্বেরা রাজন মূল আকর্ষণ। যে অন্ধ হলেও,সাহসী ও বুদ্ধিমতী।হার মানতে রাজি নয়। অনেক সংলাপ আপনার মাঝের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তুলবে। আবার,বিজয় বেলা মুখে হাসি ফুটাবে,গুজবাম্প কিছু মুহুর্ত তৈরি করবে।
এ ধরনের কোর্ট রুম ড্রামা মুলত রেপ কেস নিয়েই ,জাস্ট একই টাইপ গল্প ভিন্নভাবে প্রেজেন্টেশন।পরিবার নিয়ে না দেখাই উত্তম। সব মিলিয়ে পারফেক্ট কোর্ট রুম ড্রামা। নিঃসঙ্কোচে দেখে ফেলুন।
02. Name: Hidimbha (Telugu) 2023
- Genres: Psychological, Thriller
- Cast: Aswin Babu,Nandita Swetha,Makrondo Deshpandey,Razib Pillai etc…
- Released: 20 July 2023
- P.R: 7.5/10
শহরের ১৬ টি মেয়ে নিখোজ।কমপ্ল্যান বাড়ছে তো বাড়ছেই,কিন্তু ডিপার্টমেন্ট কেস সলভ করতে পারছে না। কেসের দায়িত্ব পায় অভয় ও আধ্যা। পরবর্তীতে, হিদিম্বা নামক এক রাক্ষস উপজাতির সন্ধান পায়।যারা মানুষ খেয়ে নিজেদের ক্ষুধা নিবারন করে। সবাই মারা গেলেও,এই জাতির এক জন এখনো জীবিত।যে বর্নান্ধ রোগে আক্রান্ত।সাথে রয়েছে ভয়ানক মুখোশের সাথে কানেকশন। কে সেই ব্যাক্তি? অতীতে কি ঘটেছিল? ডিপার্টমেন্ট কেস সলভ করতে পারবে?
✅ গল্পটা দারুণ। বেশ ইমুশনাল কিছু বিষয় রয়েছে গল্পে।আশ্বিন বাবুর সেরা অভিনয় ছিল এখানেই। পূর্বে তার “রাজু গাড়ি গাধি”, ২,৩ এ অভিনয় আহামরি ছিল না। রোমান্টিকতা ঠিকঠাক। ক্লাইম্যাক্সের টুইস্ট মাথা নষ্ট 🔥। এটা কল্পনায় ও ছিল না। হিদিম্বা জাতির ভয়াবহতা দারুন ভাবে প্রেজেন্ট করেছে। নন্দিতা শ্বেতার অভিনয়ে বেশ ঘাটতি লক্ষ্য করা গেছে। যেমন এক্সপ্রেশনে কনফিউশান ছিল তার মাঝে।সিনেমাটা দেখলেই বুঝবেন। একশন সিকুয়েন্স আরো বেটার করা যেতো। থ্রিলার হিসেবে বেশ ভালোই। দেখতেই পারেন।
03. Name: Hi Nanna (Telugu) 2023
- Genres: Romance,Drama
- Cast: Nani,Mrunal Thakur,Kiyara Khanna,Angad Bedi,Jayram etc..
- Released: 07 December 2023
- P.R: 08/10
ভিরাজ একজন সিঙ্গেল ফাদার। মেয়ের নাম মাহি।মাহি সবসময়ই তার মায়ের ব্যাপারে জানতে চায়।কিন্তু,ভিরাজ এসব বলতে নারাজ। তাই, বাবার উপর অভিমান করে,দূরে কোথাও চলে যায় মাহি। পথিমধ্যে, ইয়াশনাথ এর সাথে বন্ধুত্ব হয় মাহির। পরবর্তীতে, ভিরাজ মাহিকে খোজে পায়।এবং,ইয়াশনাথের মাধ্যমে ভিরাজের অতীতের গল্প বলা শুরু করে। বলা শুরু করে, মাহির মায়ের সেই করুন পরিনতির গল্প। মাহির মায়ের সাথে কি ঘটেছে? সে এখন কোথায়? মাহিকে সন্তান হিসেবে মেনে নিবে?
✅গল্প বলার ধরন দারুণ। শুরু হবে এক রকম ভাবে, মনেই হবে না গল্পটা এভাবে মোড় নিবে। ইন্টারভাল ব্লক দারুণ, টুইস্ট টা বেশ ভাল ছিল। নানির সেই ইমুশনাল এক্সপ্রেশন আবারো মন ছুয়ে গেছে। শেষের দিকে ভালই ইমুশনাল করেছে। ম্রুনাল খুব ভাল করেছে। সাউথে ভালো কাজ পাচ্ছে একের পর এক, যা প্রশংসনীয়। বাচ্চা মেয়েটা,কিয়ারা খান্নাও খুব ভাল অভিনয় করেছে, স্পেশালি কান্নার সিকুয়েন্সে একদম ন্যাচারাল। জয়রামের স্ক্রিন টাইম তুলনামূলক কম হলেও,দারুণ। সেকেন্ড হাফে গল্প কিছুটা স্লো হয়ে যায়। অনেকটা একই জায়গায় ঘোড়পাক খেয়েছে। কিসিং সিন থাকায়,পরিবার নিয়ে না দেখাই ভালো। বেশ ভাল রোমান্টিক ড্রামা। দেখতে পারেন।
04. ওয়েবসিরিজ: মোবারকনামা 2023
- জনরা: কোর্ট রুম,ড্রামা
- অভিনয় : মোশারফ করিম, শবনম ফারিয়া, নওরীন হাসান খান জেনি,শাহনাজ সুমি,সামিয়া অথৈ,শাওন,শিল্পী সরকার সহ আরো অনেকে
- মুক্তি: ২১ ডিসেম্বর ২০২৩
- ব্যাক্তিগত রেটিং: ৭.৫/১০
মোবারক একসময় বড় উকিল ছিল। এখন, সব ছেড়ে সাধারণ ভাবে জীবন অতিবাহিত করছে। একদিন, সুরাইয়া নামক এক মেয়ে আসে তার কাছে। সুরাইয়ার ভাষ্যমতে, বিয়ের রাতে, তার দুলাভাই রোমান তাকে রেপ করেছে। তাই তার বিরুদ্ধে কেস করতে চায় সুরাইয়া। সাহায্য চায় মোবারকের। কিন্তু,মোবারক এই কোর্ট এর চক্করে পড়তে রাজি না।সে নিজের জীবন নিয়ে ব্যাস্ত। সুরাইয়া কি সত্যি বলছে? নাকি মিথ্যা? মোবারক কি তাকে সাহায্য করবে? এতবছর পর,আবার সেই আগের ফর্মে ফিরতে পারবে মোবারক?
✅ মোশারফ করিম মারাত্মক অভিনয় করেছে। যেমন ইমুশনাল এক্সপ্রেশন,তেমনি সলিড সংলাপ। ব্যাক্তিগত লাইফ কিংবা কোর্ট রুম সবখানেই তার অভিনয় ছিল অনবদ্য। পুরোটা সময় মুগ্ধ করে রাখবে। শবনম ফারিয়া বেশ ভাল। তবে, বেস্ট পারফরম্যান্স করেছে শাহনাজ সুমি। লুক,এক্সপ্রেশন,কান্না সব সিকুয়েন্স এই নিখুত ছিল। সেই পাপ পূন্য সিনেমা থেকেই তার অভিনয় ভাল লাগে। সামিয়া অথৈকে দেখতে বেশ ভাল লেগেছে। শাওনের অভিনয় ও ভাল ছিল। প্রতিপক্ষ উকিল চরিত্রে নওরীন হাসানের সংলাপ বলার ধরন দারুণ, সত্যিই যেন প্রফেশনাল উকিল।কোর্ট রুম ড্রামা আমার বরাবরই পছন্দ।
সামাজিক দৃষ্টিভঙ্গি,চিন্তা ভাবনা,নারীর অধিকার ইত্যাদি বিষয়ে ভালো শিক্ষনীয় সংলাপ ছিল।লাস্টে ভালো টুইস্ট ছিল। ক্লাইম্যাক্সে একজনের ক্যামিও,সিকুয়েলের আভাস দেয়। এরকম গল্প যে ১ম দেখলাম,তা নয় মোটেও। ভাকিল সাব,পিংক,নবাব এলএলবি সবগুলোরই সেম মেসেজ,সেম স্টোরি। তাই নতুনত্ব কিছু পাবেন না। মোশারফ করিমের অভিনয়ের জন্য, দেখতে পারেন।
05. Name: Kannur Squad (Malayalam) 2023
- Genres: Crime,Thriller
- Cast: Mammotty,Ronny David,Arjun Radhakrishna,Rony Raz,Kishore etc…
- Released: 28 September 2023
- P.R: 07/10
শহরের একজনের বাড়িতে ডাকাতি হয়েছে৷ ডাকাতির পর,নির্মমভাবে বাড়ির সকলকে খুন করে ও মেয়েকে গ্যাং রেপ করে। তদন্ত শেষ করে, ক্রিমিনাল এরেস্ট করতে হবে মাত্র ১০ দিনে। ডিপার্টমেন্ট খোজছে ইন্টেলিজেন্ট কোন টিম কে। পরবর্তীতে, খোজ পায় কান্নুর স্কোয়াড নামের এক তদন্তকারী টিমের। পরবর্তীতে তদন্ত শুরু হয় ও খুলতে থাকে একের পর এক রহস্যের জট। মূল ক্রিমিনাল কে? কান্নুর স্কোয়াডের ১০ দিনের অভিযান বিস্তারিত জানতে হলে, দেখে ফেলুন সিনেমাটা।
✅ এই বয়সেও মাম্মুট্টির পারফরম্যান্স মারাত্মক। তার একশন সিকুয়েন্স গুলো দেখার মতো ছিল 🔥 সবার অভিনয় ই ভালো ছিল। অনেক কিছুই বিস্তারিত দেখিয়েছে। বিজিএম আউটস্ট্যান্ডিং। ভিলেনকে আগেই এক্সপোজ করে দেয়ায়,আসল থ্রিলিং মজাই নষ্ট হয়ে যায়,স্পেশালি এ ধরনের ক্রাইম থ্রিলার সিনেমায়। প্রেজেন্টেশন কেন যেন জমেনি,ডাকাতি নিয়ে কার্থির তামিল সিনেমা “থিরান” এর কথা আপাতত মনে পড়ছে।সেটা এর থেকে বেশি ভাল লেগেছে। বেশ ভালো। দেখতে পারেন।
06. Name: Sapta Sagaradaache Ello- Side B (Kannada) 2023
- Genres: Romance,Drama
- Cast: Rakshit Shetty, Rukmini Vasanth,Chaithra,Ramesh Indira,Achyuth etc…
- Released: 17 November 2023
- P.R: 09/10
১০ বছর পর,মনু আজকে জেল থেকে ছাড়া পেলো। তার ভালবাসা প্রিয়া, এখন বিয়ে করে সংসার করছে। এতদিন হয়ে গেলেও,মনু আজও প্রিয়াকে ভুলতে পারেনি৷ পরবর্তীতে, সুরভী নামের এক মেয়েকেও বিয়ে করে, কিন্তু তবুও প্রিয়াকে কোনভাবেই ভুলতে পারে না। যার ফলে, লুকিয়ে সে প্রিয়ার সব খোজ খবর রাখে,সব স্বপ্ন আড়ালে থেকেই পূরন করে। কিন্তু,কখনো দেখা দেয় না। অসমাপ্ত এই ভালবাসার শেষ পরিনতি কি হবে?
✅ ত্রিভুজ প্রেমের গল্প। ১ম পার্ট মন ছুয়ে গিয়েছিল।এটা আরো ভালো। রক্ষিত শেট্টি কি মারাত্মক অভিনয় করলো। ১ম পার্ট থেকে সম্পুর্ন ভিন্ন লুক,গেট আপ নিয়ে হাজির।সত্যিই যেন ১০ বছর পাড় হয়ে গেলো। পুরো সিনেমা জুড়ে রক্ষিত-রুকমিনি ২ বার স্ক্রিন শেয়ার করেছে একসাথে। চৈত্রার অভিনয় ভাল লেগেছে, রক্ষিতের সাথে রোমান্টিকতা মনোমুগ্ধকর। ক্লাইম্যাক্সের দিকে একশন সিকুয়েন্স দারুণ। ইমুশনাল, চোখের এক্সপ্রেশন মনে গেথে যাবে। প্রেজেন্টেশন খুবই ভালো ছিল। এভাবেও যে ভালবাসা যায়,তারই এক দৃষ্টান্ত। ১ম পার্ট দেখা বাধ্যতামূলক।
07. Name: Maaveeran (Tamil) 2023
- Genres: Superhero, Action,Drama
- Cast: Shiva Karthikeyan, Aditi Shankar,Manisha,Yogi Babu,Sunil etc..
- Released: 14 July 2023
- P.R: 7.5/10
সত্য একজন কমিক রাইটার। কমিকে সাহসী ভাব থাকলেও,বাস্তবে সে খুবই ভীতু প্রকৃতির। ভয় থেকে পালিয়ে বেড়ানোই তার স্বভাব। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তো অসম্ভব ব্যাপার। একসময় তাদেরকে উন্নত বাড়ি দেবার নাম করে, ভিন্ন জায়গায় শিফট করা হয়। সেখানে গিয়ে পুরোপুরি বিপরীত চিত্র দেখতে পায়। বিল্ডিং খুবই নিম্নমানের। যেখানে সেখানে ভেঙে যাওয়া,ফুটো হয়ে যাওয়া নিত্তদিনের ব্যাপার। এসবের পেছনে রয়েছে রাজনৈতিক অনেক জোট। সত্য খুবই ভীতু হওয়ায় এগুলো এড়িয়ে চলে। একসময় তার মা ও বোন প্রচন্ড অপমান করায়,আত্মহত্যার পথ বেছে নেয় সত্য। গল্প এখান থেকেই শুরু। এই ভীতু সত্যর জীবনে কি কোন মিরাকেল ঘটবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো ম্যাজিক আসবে?
✅ সিনেমার কনসেপ্ট টা ভালো লেগেছে। ফাইট সিকুয়েন্স, কমেডি দারুণ ছিল।কমিক,ছাদে বৃষ্টির রাতের সিকুয়েন্স টা 🔥 ফার্স্ট হাফ বেশি ইঞ্জয়েবল। ন্যাচারালি একটা ভাব ছিল প্রেজেন্টেশনে। শিভা কার্তিকেয়া একটু ব্যাতিক্রমী কনসেপ্টে কাজ করার ট্রাই করে, এটা প্রশংসনীয়। সামনে তার সাইন্স ফিকশন Ayalan সিনেমার জন্য এক্সাইটেড। সুনিলের ভিলেন রোলে অভিনয় ভাল ছিল। যোগি বাবুর কমেডি উপভোগ্য। ফার্স্ট হাফ যেমন মজার ছিল,সেকেন্ড হাফে তেমন জমাতে পারেনি। দেখতে পারেন। ভালো লাগবে।
08. Name: Jigarthanda Double X (Tamil) 2023
- Genres: Crime,Action,Thriller
- Cast: Raghava Lawrence, SJ Surya,Nimisha,Navin Chandra etc..
- Released: 10 November 2023
- P.R: 8.2/10
কিরুবাকারান বড় পুলিশ অফিসার হতে চায়। কিন্তু,দূর্ভাগ্যবশত মিথ্যে খুনের মামলায় ফেসে যায়। পরবর্তীতে, তাকে একটা অফার দেয়া হয়। যদি কুখ্যাত ক্রিমিনাল সিজারকে খুন করতে পারে, তবেই মামলা থেকে অব্যাহতি পেয়ে অফিসার হতে পারবে। এদিকে, সিজার ভয়ানক ক্রিমিনাল হলেও,সিনেমার হিরো হওয়ার খুব শখ। যদিও সে কালো। আর,এটারই ফায়দা তুলে,কিরুবাকারান পরিচালক সেজে তার গ্যাং এ ঢুকে পড়ে। কিরুবাকারানের লক্ষ্য কি সফল হবে? সিজার বিষয়টি জেনে ফেললে,কি ঘটবে? নাকি গল্প ভিন্ন দিকে টার্ন করবে?
✅ আমার দেখা রাঘব লরেন্সের সেরা অভিনয় ছিল এটাতেই। যেমন ভয়ানক লুক,তেমনি এক্সপ্রেশন। জাস্ট মুগ্ধ হয়ে গেছি তার অভিনয়ে। লাস্টের দিকে ইমুশনাল মোমেন্ট গুলোতে মন ছুয়ে গেছে।তাকে এরকম নেগেটিভ চরিত্রে খুব ভাল মানায়। এসজে সুরিয়া আমার প্রিয় একজন অভিনেতা। পুরো সিনেমা জুড়ে ক্যামেরা নিয়ে শূট করাই ছিল তার কাজ। ভালো অভিনয় করেছে। সেকেন্ড হাফ বেশি ভাল ছিল। রাজনৈতিক অনেক বিষয় তুলে ধরা হয়েছে।জঙ্গলের সিকুয়েন্স, ফাইট সিন, হাতির সাথে ইমুশন খুব ভালো ছিল। ক্লাইম্যাক্স সবচেয়ে বড় পজেটিভ দিক। ইমুশনাল করবে যে কাউকেই। ফার্স্ট হাফ তুলনামূলক স্লো ছিল।এছাড়া ফার্স্ট হাফে গল্প অনেকটা “বচ্চন পান্ডে” র মতোই এগিয়েছে। যেখানে ক্রিমিনাল ও পরিচালকের সাইলেন্ট ওয়ার দেখানো হয়েছে।
09. Name: F.I.R 2021
- Genres: Crime,Thriller
- Cast: Ankush,Bonny,Ritabhari,Shalok
- Release: 10 October 2021
- PR: 07/10
রঘুনাথপুর গ্রামে একের পর এক খুন হচ্ছে।ডাক্তারের পোস্টমর্টেম এর মাধ্যমে বুঝা গেছে,খুন গুলো পরিকল্পিত ভাবে করা হয়েছে।খুনি খুব ভাল ভাবেই জানে, ঠিক কোথায় আঘাত করলে বাঁচার কোন চান্স নেই।পুরো এলাকার মানুষ আশঙ্কায়।এমন সময় তদন্তে পাঠানো হল অফিসারকে।যিনি গল্পের নায়ক অঙ্কুশ। জানা গেল প্রায় ১২ বছর আগের এক দুর্ঘটনা এর কারনেই খুনি এভাবে একের পর এক খুন করছে।বদলা নিচ্ছে।কি সেই কারন?জানতে হলে দেখতে হবে সিনেমা টি। পুরা সিনেমা জুড়ে দাপিয়ে বেরিয়েছে অঙ্কুশ।বনি ভালই করেছে।বিশেষ করে সিনেমার শেষের দিকে, বনির আইনের প্রতি ধিক্কার দেয়ার ডায়লগ গুলা জোশ ছিল।তাছারা রিতাভারি ডাক্তারের চরিত্রে ও শালক ভালই করেছে।
আর সিনেমার শেষে রয়েছে বিরাট টুইস্ট।
10. Name: Hobuchandra Raja Gobuchandra Mantri (2021)
- Cast: Swaswata, Arpita,Kharaj Mukherji, Suvasish Mukherji
- Released: 10 October 2021
- Personal Rating: 7.5/10
রাজ্যে এল নতুন এক অতিথি ।নাম গবু।আসার পর থেকেই বিভিন্ন কৌশলে মন্ত্রি কে রাজ্য থেকে বের করেন।পরে কৌশলে নিজেই মন্ত্রির চেয়ার দখল করেন।রাজকোশ ভরে দেয়ার নাম করে রাজের সব মানুষকে অত্যাচার করেন।আগে যেই রাজ্যে ছিল সুখ,এখন অন্ধকার নেমে এসেছে সেখানে।রাজা ও কিছু বুজতে পারছেন না ,কেননা তার চোখে দেয়া হচ্ছে এক বিশেষ ধরনের চশমা।কারন সে গবু কে খুব বিশ্বাস করে। এখন কে এই অত্যাচার থামাবে? শেষ পরিনতি জানতে হলে দেখতে হবে সিনেমাটি।
“বিকাশ,বাচ্চারা নিতে পারবে ত খেলার মাঠে নিঃশ্বাস” পুরানো মন্ত্রি যখন অবসর নেন,তখন এই ইমশনাল ডায়লগ বলেন।পাশাপাশি পুরা সিনেমাতে ছন্দ আকারে সংলাপ ব্যাবহার করা হয়েছে,যা আপনাকে মুগ্ধ করবে।শুনতে খুবই ভালো লাগবে। খরাজ মুখার্জি মারাত্মক অভিনয় করেছে। সে এই সিনেমার প্রান। অন্যান্য চরিত্রে যারা ছিলেন সবাই ভাল করেছেন।বিজিএম, গান, লুকেশন সব ভালো। যারা ক্রাইম, থ্রিলার, একশন দেখে ক্লান্ত।মন ভালো করার জন্য, ফ্রেশ কিছু চাচ্ছেন।তারা দেখতে পারেন অনায়াসে। ভাল লাগবে।অনেকটা ছোট বেলার কথা স্মরণ করে দিবে।