ইউনিক টপিকের টপ ১০ ড্রামা-থ্রিল
01. Name: Por Thozhil (2023)
Genres: Crime,Thriller
Cast: R Sharatkumar,Ashok Selvan,Sharat Babu,Sunil etc..
Released: 09 June 2023
P.R: 8.5/10
শহরে একের পর এক মেয়েকে নির্মম ভাবে খুন করা হচ্ছে। খুনের প্যাটার্ন সেম।মনে হচ্ছে,কোন সাইকো ক্রিমিনালের কাজ এটা। তদন্ত শুরু করে,এসপি লোগানাথন ও ডিএসপি প্রকাশ। লোগানাথন অভিজ্ঞ হলেও প্রকাশ খুবই ভীতু প্রকৃতির। কে সেই সাইকো কিলার? কেন খুন করছে মেয়েদের? আইন কি তাকে ধরতে পারবে?
✅ সিনেমাটা এক কথায় দারুণ। শুরু থেকেই একের পর এক টুইস্ট, সাসপেন্সে ভরপুর। বোর হবার চান্সই নেই। শরতকুমারের অভিনয় ভাল ছিল। সাথে অশোক ভালো সঙ্গ দিয়েছে। সাইকো কিলার চরিত্রগুলো সলিড,তাদের গল্প গুলো ভালো। বিজিএম ভালো। কিছু একশন রয়েছে। সব মিলিয়ে দেখার মতো সিনেমা। এক বার পরখ করে দেখতেই পারেন।
02. Name: Ammu (2022)
Genres: Drama,Thriller
Cast: Navin Chandra,Aisharya Lakshmi,Anjali Amir,Boby Sing,Raghu Babu etc..
Released: 19 October 2022
P.R: 6.5/10
পরিবারের মতেই আম্মু বিয়ে করে রবিকে। বিয়ের পূর্বে রবিকে জ্যান্টলম্যান মনে করলেও,পরবর্তীতে বুঝতে পারে তার ভুল। কথায় কথায় হুঠহাট রেগে যাওয়া,শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করাই ছিল বিয়ে পরবর্তী রবির স্বভাব। সবকিছু ঠিক হয়ে যাবে এই আশায় কিছুদিন সব সহ্য করে আম্মু, পরিবর্তন না দেখে পরবর্তীতে আম্মু করে ফেলে এক দু:সাহসীক মাস্টারপ্ল্যান। কি সেই মাস্টারপ্ল্যান? পরিনতি কি হবে?
✅ রবি চরিত্রে নিভিন মারাত্মক অভিনয় করেছে। রাফ এন্ড টাফ সিরিয়াস মোমেন্টে ছিল পুরো টা সময়। ঐশ্বরিয়া বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী। প্রতিটি সিনেমা তেই দারুণ অভিনয় করছে। এখানেও তার কান্নার সিকুয়েন্স গুলো গুজবাম্প দেয়ার মত। এক্সপ্রেশন গুলো দারুন ছিল। ভালো মেসেজ দিয়েছে সিনেমায়। ববি সিং এর অভিনয় ভাল ছিল। ফার্স্ট হাফে স্টোরি টেলিং স্লো ছিল। মুল গল্পে ফোকাস করতে বেশ দেরি করে ফেলেছে। থ্রিলার তেমন ফিল পাইনি,ড্রামা হিসেবেই ঠিক আছে। গল্পটাও চিরচেনা, নতুন কিছু নয়। চাইলে দেখতে পারেন।
03. Name: Bagheera (2023)
Genres: Psychological,Crime,Thriller
Cast: Pravu Deba,Amyra Dastur,Sakshi Agerwal, Srikant etc..
Released: 03 March 2023
P.R: 6.5/10
শহরে একের পর এক কুমারী মেয়ে নৃশংস ভাবে খুন হচ্ছে। খুনি কখনো পুতুল দিয়ে,কখনো স্ট্যাচো বানিয়ে খুন করছে।মনে হচ্ছে সাইকো সিরিয়াল কিলার,খুবই ধূর্ত।ভিন্ন ভিন্ন লুক নিয়ে খুন করে,যার কারণে পুলিশ ক্রিমিনালের কিছুই করতে পারে না। কে এই সাইকো ক্রিমিনাল? কেন কুমারী মেয়েদেরকেই খুন করবে? কি সেই কারন? পুলিশ কি তাকে ধরতে পারবে?
✅ সিনেমার স্টার্টিং দারুণ। প্রভু দেবার ভিন্ন ভিন্ন লুক,ক্ষেপাটে পারফরম্যান্স ইঞ্জয়েবল,এর আগে তাকে এমন রোলে আমি অন্তত দেখিনি। বিজিএম ভালো। ব্যাকস্টোরি টা মোটামুটি ছিল।Amyra Dastur বেশ ভাল করেছে। কিছু টুইস্ট ছিল। গল্প সাদামাটা। কিছু সিকুয়েন্সে অভার এক্টিং মনে হতে পারে। সেকেন্ড হাফে গল্প কিছুটা স্লো হয়ে যায়। কিছু সিকুয়েন্সে অযথা লেংথ বাড়িয়েছে। চাইলে দেখতে পারেন।
04. Name: Ghost (2023)
Genres: Action,Thriller
Cast: Shiva Rajkumar, Joyram,Anupam Kher etc..
Released: 19 October 2023
P.R: 8.5/10
জেলখানায় প্রাইভেটাইজেশনের জন্য সকল কয়েদিকে একত্র করা হয়।তখনই,একদল গ্যাংস্টার জেলখানা জিম্মি করে। তাদের লিডার হলো ঘোস্ট। অর্থাৎ, তার আসল নাম কেউই জানে না। শুরু করে তাদের অপারেশন। তদন্তের ভাড় এসে পরে অফিসার চিঙ্গাপ্পার উপর।কেন জেলখানা কব্জা করলো, কি তাদের পরিচয়, তার উত্তর কোনভাবেই পাচ্ছে না কেউ। অফিসারদের সকল চেষ্টা ব্যার্থ হয়ে যাচ্ছে। ঘোস্ট ও তার সঙ্গীরা কেন জেলখানা কব্জা করলো? কি সেই কারন? অতীতের কোন রহস্য আছে কি? ডিপার্টমেন্ট কি তাদের আইনের আওতায় আনতে সক্ষম হবে?
✅ সিনেমাটা এক কথায় দারুণ লেগেছে। শুরু থেকেই টুইস্ট, সাসপেন্সে ভরপুর। শিভা রাজকুমার মারাত্মক অভিনয় করেছে। ক্লাইম্যাক্স ছিল কল্পনার বাইরে।জয়রাম খুব ভাল অভিনয় করেছে। চোর পুলিশের পাকড়াপাকডি খেলা খুবই ইঞ্জয়েবল। কিছু সংলাপ ও একশন সিকুয়েন্স দারুণ। লাস্টে,অনুপম খেরের এন্ট্রি ভালো লেগেছে। ব্যাকস্টোরি টা বেশ ভালো। সব মিলিয়ে বেশ ভাল একটা সিনেমা। কিছু না ভেবে,দেখতে বসে পড়ুন।
05. Name: Maanaadu (2021)
Genres: Science Fiction, Crime,Thriller
Cast: Silambarson,Kalyani Priyadarshan,SJ Surya etc..
Released: 25 November 2021
P.R: 5.5/10
খালিক ফ্লাইটের মাধ্যমে দিল্লি থেকে ওটি তে পৌছায়।সেখানে তার বন্ধুর প্রেমিকার বিয়েতে এটেন্ড করে। পরবর্তীতে, তার বন্ধুর ভালবাসা মিলিয়ে দেয়ার জন্য,মেয়েটিকে সাথে নিয়ে পালিয়ে যায়। পথে তাদের গাড়ির নিচে চাপা পড়ে এক পাগল।উপস্থিত হয় পুলিশ। এবং,মুল ঘটনা সেখান থেকেই শুরু হয়।
✅পজেটিভ দিক: সিলাম্বার্সন ভালো অভিনয় করেছে। টাইম ট্রাভেল বিষয় টার নিখুত প্রেজেন্টেশন। কল্যানী প্রিয়দর্শন কে ভালো লেগেছে। সাথে এসজে সুরিয়ার দারুণ পারফরম্যান্স। নেগেটিভ দিক: বোরিং প্রেজেন্টেশন। ইঞ্জয়েবল লাগে নি আমার। এর থেকে তামিল ইন্ডাস্ট্রিরই “Mark Antony”, “24” far far better..কোন রোমান্টিকতা নেই। তাদের কি রিলেশন,সেটা স্পষ্ট করে নি। একই সিকুয়েন্স বার বার দেখিয়ে, সিনেমাটা মুলত বিরক্তিকর পর্যায়ে নিয়ে গেছে। মন চাইলে দেখতে পারেন। আমার তেমন ভাল লাগে নি।
06. Name: Leo (2023)
Genres: Crime,Mystery,Thriller
Cast: Thalapathy Vijay, Trisha Krishnan,Sanjay Sutt,Arjun Sarja etc..
Released: 19 October 2023
P.R: 06/10
পার্থিভান একজন Animal Rescuer।পাশাপাশি নিজস্ব ক্যাফেও রয়েছে।পরিবার নিয়ে সুখেই কাটছিল তার জীবন।একদিন তার ক্যাফেতে একদল গ্যাংস্টার আক্রমণ করে। পরবর্তীতে,এন্টনি দাস নামক এক গ্যাংস্টার পার্থিভানের সাথে দেখা করে।তার দাবি সে পার্থিভান নয়,সে লিও।কিন্তু,পার্থিভানের সাথে এসবের কোন সম্পর্কই নেই। পার্থিভান কি সত্যি বলছে? লিও কে?কি তার ব্যাকগ্রাউন্ড?
✅পজেটিভ দিক: বিজয় মারাত্মক অভিনয় করেছে। যৌবন কিংবা মাঝবয়সী ২ ক্যারেক্টারেই কি দারুণ পারফরম্যান্স। ইমুশনাল সিকুয়েন্সে খুব ভাল করেছে। ফাইট সিকুয়েন্স গুলো বেশ ভাল। সিনেমার শুরুর হায়নার সাথে ফাইট কিংবা ক্লাইম্যাক্সের কার চেজিং এবং হারোল্ড দাসের সাথে ফাইট,ক্যাফের ফাইট সবগুলোই দারুণ। ত্রিশার সাথে বহুবছর পর বিজয়কে দেখে ভাল লেগেছে। ভালো সঙ্গ দিয়েছে ত্রিশা।
নেগেটিভ দিকঃ LCU UNIVERSE হওয়ায় এক্সপেকটেশন চরমে ছিল।ফেসবুক, ইউটিউব সবখানেই লিওর প্রচারণা এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছিল।সে অনুযায়ী জমে নি। গল্প খুবই স্লো।ফার্স্ট হাফে পারিবারিক ইমোশন দেখিয়েই পাড় করলো।পরবর্তীতে গল্প ঠিক ট্র্যাকে এগোলেও,ভিলেন দের আগমনে বেশ দেরি করে ফেললো। ক্যারেক্টর বিল্ড আপে টাইমিং ই দেয়নি। সঞ্জয় দত্ত,অর্জুন তাদেরকে ভালভাবে ব্যবহার করা যেতো।পুরো বিজয়ময়ী করে ফেললো সিনেমাটাকে।
ভিলেনকে উইকভাবে প্রেজেন্ট করলে,জমে না আসলে।আর, যাও টুইস্ট ছিল তা আগেই ধরে ফেলতে পারবেন।লিও কে,সেটা সবাই জানে।টুইস্ট বলাও যায়না এটাকে আসলে।সিনেমাটা দেখার সময় আমার দেশীয় সিরিজ “মাইসেল্ফ এলেন স্বপন” এর কথা বারবার মনে পড়েছে। পরিবার নিয়ে সুখে থাকা,সন্দেহ,ছেলেকে কিডন্যাপ,অত:পর ক্লাইম্যাক্সে পর্দা ফাস একইরকম লেগেছে। অডিয়েন্স হিসেবে নতুনত্ব পাইনি আসলে। আর LCU Universe এর সবচেয়ে উইক স্টোরি হচ্ছে লিওর।যদিও এটা নাকি লোকেশ আগেই বলে দিয়েছিল।
কাইথি,ভিক্রমের ধারেকাছেও যেতে পারেনি। আশায় গুড়েবালি ঢেলে দিল লোকেশ দেখা যাক লোকেশ পরবর্তীতে এই ইউনিভার্সে আর কি যোগ করে। আশা করি, পরবর্তীতে অডিয়েন্সের এক্সপেকটেশন টা ভালভাবে ফিল করবে। বেশি এক্সপেকটেশন না নিয়ে দেখতেই পারেন।ভালো লাগতেও পারে।
07. Name: Mujib:The Making of a Nation 2023
Genres: History, Biography
Cast: Arifin Shuvoo, Nusrat Imrose Tisha,Nusrat Faria, Asad,Toukir Ahmed,Chanchal Chowdhury, Fazlur Rahman Babu,Sabila Nur etc…
Released: 13 October 2023
P.R: 8.5/10
✅অভিনয়:আরিফিন শুভ কি দেখালো!জাস্ট মারাত্মক,আমি এখনো তার অভিনয়ের ঘোরে আছি।চারিদিকে সমালোচনার কারণে এক্সাইটমেন্ট,এক্সপেকটেশন তেমন ছিল না আমার।পরবর্তীতে পজেটিভ সব রিভিউ পাওয়ার পর,লোভ সামলাতে না পেরে দেখেই ফেললাম।কিশোর,যৌবন, বৃদ্ধ সব ক্যারেক্টারে যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন,প্রশংসার দাবিদার।ভয়েস নিয়ে খানিক সমস্যা,শতভাগ মুজিব হওয়া দু:সাধ্য।তবে শুভ কোন কমপ্রোমাইজ করেনি,একেবারে মিশে গিয়েছেন মুজিব চরিত্রে।বিশ্বাসযোগ্য করে তুলেছেন ক্যারেক্টারটিকে।একসময় মনে হয়েছিল যেন সত্যিই মুজিবকেই দেখছি।তার এরকম ডেডিকেশন আমাকে মুগ্ধ করেছে।মুজিব সিনেমার জন্য নাকি বেশ কয়েকটি সিনেমা রিজেক্ট করে দিয়েছে সে।
এছাড়া ফজিলাতুন্নেছা মুজিব(ডাকনাম রেণু) চরিত্রে তিশার অভিনয় খুব ভাল ছিল। ভালো সঙ্গ দিয়েছে পুরোটা সময়।শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়াকে আহামরি লাগে নি,তবে যুবতী বয়স বিবেচনায় খারাপ করেছে বলাও যাবে না। ভাসানীর চরিত্রে আসাদ,হোসেন সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ,খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু সাবলীল।
ক্যামিও:শামসুল হক চরিত্রে সিয়ামের ক্যামিওটা মজাদার ছিল।এছাড়া, মুজিবের পিতা চরিত্রে কিছুক্ষনের জন্য ভালোই করেছে চঞ্চল চৌধুরী।আরো অনেক অভিনেতা/অভিনেত্রী গুরুত্বপূর্ণ সব চরিত্রে ক্যামিও দিয়েছে। প্রেজেন্টেশন বেশ ভাল।এখন অব্দি মুজিবকে নিয়ে যতগুলো বায়োপিক হয়েছে,নি:সন্দেহে সবচেয়ে বেস্ট হচ্ছে এটা।ইতিহাসকে সুন্দরভাবে উপস্থাপন করছে। কোনপ্রকার বিকৃত করেনি।
🟦সিকুয়েন্স:বেশ কিছু সিকুয়েন্স আমার মনে ধরেছে।যেমন: ৫২ এর ভাষা আন্দোলন,৭ ই মার্চ,২৫ শে মার্চ,১৫ই আগস্ট ক্লাইম্যাক্স চোখে পানি এনে দেবে যে কারোর. সিনেমাটোগ্রাফি দারুণ করলেও,ভিএফএক্স আরো ভাল করা যেতো।তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজের অভিনয় ভাল লাগে নি তেমন। যেহেতু জাতির পিতাকে নিয়ে বড় আয়োজনের সিনেমা। আমি মনে করি,সবারই দেখা উচিত। ট্রেইলার নিয়ে অনেককেই সমালোচনা করতে দেখা গেলেও,সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ চোখে পড়ে নি আমার
08. ওয়েবসিরিজ: মারকিউলিস 2023
জনরা: ক্রাইম,থ্রিলার
অভিনয়ে: সাবিলা নুর,জাকিয়া বারি মম,গিয়াস উদ্দিন সেলিম,ইরেশ জাকের,আয়েশা খান,ফজলুর রহমান বাবু,রাশেদ মামুন অপু,শরিফ সিরাজ,রওনক হাসান,সাবেরি আলম,মিলি বাশার,আফিয়া তাবাসসুম বর্ন,মাজনুন মিজান সহ আরো অনেকেই
মুক্তির তারিখ: ২৮ জুন ২০২৩
ব্যাক্তিগত রেটিং: ৬.৫/১০
শহরে একের পর এক ধর্ষন হচ্ছে। পুলিশ তাদের আইনের আওতায় আনতে ব্যার্থ। অবাককর বিষয় হচ্ছে,ধর্ষকদের আবার মারকিউলিস নামক সংস্থা খুন করছে।পুলিশদের কাছে পাঠাচ্ছে ধর্ষকদের বিভিন্ন অঙ্গ।জনগণ পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে,মারকিউলিস দলে যোগদান করছে। এদিকে,স্নিগ্ধা নামের এক মেয়েকে রেপ করে খুন করা হয়।স্নিগ্ধার বাবা মা থানায় আসে,সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দেয়,কিন্তু ধর্ষকের কোন আভাস পুলিশ খোজে পায়না। এভাবে,ধর্ষন,মারকিউলিসের খুন বেড়েই চলেছে। মারকিউলিস নামক সংস্থা কি আদৌ বিরাজমান? পুলিশ কি প্রকৃত খুনি,ধর্ষকদের এরেস্ট করতে পারবে?
✅পজেটিভ দিক: সাবিলা নুরের ১ম সিরিজ। মারাত্মক অভিনয় করেছে সে। তারওটিটিতে নিয়মিত হওয়া উচিত। সাথে সাবেরি আলম দারুণ অভিনয় করেছে। কয়েকটি সিকুয়েন্সে গিয়াসউদ্দিন সেলিম ও ভাল করেছে। আফিয়া তাবাসসুম ভালো করেছে।গল্পের শুরুটা দারুণ ছিল।রওনক হাসান,শরিফ সিরাজ ও অফিসার চরিত্রে ভালো করছে। সাংবাদিক ক্যারেক্টর এ জাকিয়া বারি মম ভালো করেছে।
নেগেটিভ দিক: যেভাবে গল্পটা শুরু হলো,টান টান উত্তেজনা পূর্ণ, তা বজায় রাখতে পুরোপুরি ব্যার্থ পরিচালক। একই জায়গায় ঘুরপাক ঘটিয়েছে বারবার। ক্লাইম্যাক্স খুবই হতাশাজনক। যেই মারকিউলিস নিয়ে এতকিছু করলো,সেটার কোন জবাব নেই ক্লাইম্যাক্সে।অনেক প্রশ্নের উত্তর মেলেনি সিরিজে। মনে হলো সিজন ২ আসবে।তাই বলে আশাহত করা উচিত হয়নি। ফজলুর রহমান বাবুর থেকে এক্সপেকটেশন বেশি ছিল, হতাশ করেছে। অনেক আজাইরা ভায়োলেন্স আছে,যা দেখতে খুবই বিরক্ত লেগেছে।আর,স্নিগ্ধার রেপ নিয়ে এত কাহিনি করলো,অথচ সেটার কোন জবাব নেই,খুবই কমন স্টোরি বানিয়ে ফেললো।
09. Name: Mission Raniganj 2023
Genres: Survival, True Event
Cast: Akshay Kumar, Parineeta Chopra,Kubud Mishra,Rajesh Sharma etc…
Released: 06 October 2023
P.R: 07/10
রানিগঞ্জের একটি কয়লা কোম্পানি,যেখানে প্রচুর নিম্নবিত্ত মানুষ কাজ করে। তেমনি একদিন তারা কয়লার জন্য দেড়শো ফিট গভীরে যায়। প্রতিদিনের মতোই,যথারীতি ব্লাস্ট করে গভীরতা বৃদ্ধি করছে। আচমকা তখনই খেয়াল করে,ব্লাস্টের জন্য কোন এক স্থান থেকে পানি গড়িয়ে পড়ছে। এবং,সেখানে বন্যার সৃষ্টি হয়। সবাই নিজেদের প্রান বাচানোর জন্য মরিয়া হয়ে উঠে। ৬ জন তৎক্ষনাৎ মারা যায়,কিন্তু বাকি ৬৫ জন আটকে পড়ে সেই গুহার ভেতর। সকলে ক্ষিপ্ত হয়ে যায় কোম্পানির উপর। সবাই মনে করে,কেউ হয়তো আর বেচে নেই।হাল ছেড়ে দেয়।ঠিক তখনই আগমন হয়,Rescue Officer যশবন্ত সিং গিলের। যে একজন জুনিয়র অফিসার। গিল কি সকলকে বাচাতে পারবে? সেজন্য কি কি পন্থা অবলম্বন করবে?
ট্রেইলার দেখেই বুঝেছিলাম,একেবারে খারাপ হবে না। তাছাড়া রিমেক ও না। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিনেমা। এছাড়া, অক্ষয়ের লুক,গেট আপ ভালো ছিল। গ্রামবাসী যখন অক্ষয়কে আঘাত করে,সেই সিকুয়েন্স টা ইমুশনাল ছিল। সেট ডিজাইন,প্রেজেন্টেশন বেশ ভাল। অনেক পার্শ্ব চরিত্র রয়েছে, প্রত্যেকের পারিবারিক ইমুশন দারুনভাবে দেখিয়েছে। গুহার ভেতরকার বিষয় গুলোও বেশ ভাল ছিল। ক্লাইম্যাক্স টা প্রশংসনীয় । স্পেশালি লাস্ট মোমেন্টে পরিচালক একটা টান টান উত্তেজনা তৈরি করেছে। সেখানে অক্ষয়ের পারফরম্যান্স ও ভাল ছিল। বিজিএম ভালো।
পরিনীতাকে বহুবছর পর দেখলাম। সে কেবল ভালো সিনেমা রিজেক্ট করেই দেয়। এখানে, তার তেমন সিকুয়েন্স ছিল না। ফিটনেস এও ঘাটতি লক্ষ্য করলাম,যদিও প্রেগন্যান্ট ক্যারেক্টার হিসেবে ঠিকই আছে।।কুবুদ মিশরা, রাজেশ শর্মা ও ভাল করেছে। রানটাইম মাত্র ২ ঘন্টা। লাস্ট অক্ষয়ের OMG 2 এর পর,আরো একটা মোটামুটি ভালো সিনেমা। অন্তত হিট হওয়া উচিত এটার।একেবারে ফ্লপ হবার মতো সিনেমা নয়।চাইলে দেখতে পারেন।
10. ওয়েবফিল্ম: পূনর্মিলনে 2023
জনরা: ফ্যামিলি ড্রামা
অভিনয়ে: সিয়াম আহমেদ, তাসনিয়া ফারিন,শাশ্বত দত্ত,নূর ইমরান মিঠু সহ আরো অনেকে
মুক্তির তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৩
ব্যাক্তিগত রেটিং: ০৬/১০
রিয়াদের বিয়ে উপলক্ষে বাড়িতে উৎসব মোখর পরিবেশ।বাড়ির সবচেয়ে প্রিয় হলো অন্তু।যে পুরো বাড়ি আনন্দে মাতিয়ে রাখে সবসময়, সবাইকে বিভিন্ন কাজে সাহায্য করে। রিয়াদ তার ভাই। বিয়ে সম্পন্ন হলো। ৪ বছর পর,অনেক কিছুই আগের মতো নেই। অন্তু অনেক কষ্টে দাদির জন্মদিন জানতে পারলো।প্ল্যান করলো, দাদির জন্মদিনেই সকলকে পূনর্মিলন করাবে। কেননা,তাদের পরিবারের আত্মীয়দের মাঝে বিভেদ সৃষ্টি হয়েছে।
এই ৪ বছরে কি ঘটল? পরিবারে বিভেদ,দ্বন্দ্ব সৃষ্টি হবার কারন কি? অন্তু কি তার ইচ্ছে পূরণ করতে পারবে?
✅পজেটিভ দিক: মিজানুর রহমান আরিয়ান মানেই স্মৃতি, আবেগ। বিয়ের অনুষ্ঠানে পরিবারের হাসি,আনন্দ রিয়েলিস্টিক ভাবে উপস্থাপন করছে। বন্ধুত্বের সম্পর্কে স্মৃতিময় কিছু মূহুর্ত তৈরি করেছে দারুনভাবে। সিয়াম আহমেদ অন্তু চরিত্রে ভালো করেছে। বড় চুলে দেখতেও বেশ ভাল লেগেছে। ক্লাইম্যাক্সে তাসনিয়ার পারফরম্যান্স একটু বেশি ভাল লেগেছে। শাশ্বত দত্তের কমেডি,ইংরেজি বলার ধরন ইঞ্জয়েবল ছিল। ক্লাইম্যাক্স বেশ ইমুশনাল,যা আরিয়ানের সব কন্টেন্টেই তুলনামূলক হয়।
নেগেটিভ দিকঃ নেটওয়ার্কের বাইরে ওয়েবফিল্মে যেমন, বন্ধুর গার্ল্ফ্রেন্ডের সাথে রিলেশন দেখায়।অত:পর, দ্বিমত,ঝগড়া শুরু হয়।ঠিক এখানেও সেম অবস্থা। ভাবির প্রতি ভালোবাসা,অত:পর,বিভেদ,দ্বন্দ্ব। তাছাড়া, পরিবারের সাথে এ বিষয়টা দেখার সময় সংকোচ বোধ হবে। লাস্ট ১৯ ২০ ওয়েবফিল্ম এ যেমন আবেগ ঘন অবস্থা আরিয়ান তৈরি করতে পেরেছিল,তা এখানে তেমন পারে নি। অন্তুর প্রতি অডিয়েন্সের আবেগ ঠিকমতো কাজ করবে না,কেবল ভাবির সাথে সম্পর্ক দেখানোর কারনে। যা নেগেটিভ দিক।