মাথা নষ্ট করা ৭ সাসপেন্স
01. Name: Chakravyuham: The Trap (2023)
- Genres: Crime,Mystery, Thriller
- Cast: Vivek Trivedi,Ajay,Urvashi Pardeshi,Gyaneswari,Pragya Nayan etc..
- Released: 02 June 2023
- P.R: 7.5/10
বদ্ধ ঘরে লাশ পাওয়া যায় গৃহবধুর।স্বামী অফিস থেকে বাড়ি ফিরে,তা লক্ষ্য করে।পরবর্তীতে, পুলিশের কাছে রিপোর্ট করে। সন্দেহের তালিকায় থাকবে, কাজের মেয়ে,দারোয়ান। তদন্ত শুরু করে CI সত্যনারায়ন।পেতে থাকে অজানা সব তথ্য। থ্রিল,সাসপেন্স মারাত্মক ছিল। ক্লাইম্যাক্সের আগে ধরতে পারবেন না,মূল ঘটনা। রানটাইম ২ ঘন্টার কম।বোর হবার চান্স নেই। প্রেজেন্টেশন খুবই ভালো ছিল। অজয়ের অভিনয় ভাল লেগেছে। মূল ভুমিকায় তাকে আগে এমনভাবে দেখিনি,মেইনলি ভিলেন ক্যারেক্টার বা সাইড ক্যারেক্টর এ থাকে।
বিবেক ত্রিভেদি ভালো করেছে। সাথে উর্ভাশী কে দারুণ লেগেছে, চোখ সরানো দ্বায় তার থেকে।খুবই কিউট ও রোমান্টিক। প্রগ্যা নয়নের ক্যারেক্টর টা থ্রিলিং ছিল, অভিনয় ও ভাল করেছে। গল্প খুব পেচিয়ে ফেলেছে মনে হয়েছে। বেশি থ্রিল দিতে গিয়ে কিছুটা খেই হারিয়ে ফেলেছে মনে হলো। গল্প যে খুব আহামরি ছিল,তেমন না। সিকুয়েল আসবে এর।অপেক্ষায় রইলাম।
02. Name: Kyon Ki (2005)
- Genres: Romance,Drama
- Cast: Salman Khan, Kareena Kapoor, Rimi Sen,Jackie Shroff,Om Puri,Sunil Shetty etc..
- Released: 03 November 2005
- P.R: 8.7/10
মেন্টাল হসপিটালে নতুন ভর্তি করা হয়েছে একজনকে।নাম তার আনন্দ।পেশেন্ট নাম্বার ৩৬। রোগীদের বিশেষ ট্রিটমেন্ট দেয় ড. তানভি। আগের ৩৬ নম্বর পেশেন্ট সুস্থ্য হবার পর,তানভির সাথে খারাপ আচরন করেছিল।অথচ,তানভি তাকে কত যত্ন করেছিল। ৩৬ নং সেই পেশেন্ট এর প্রতি ক্ষোভের কারনে, আনন্দকেও দেখতে পারে না তানভি। এদিকে,আনন্দের পরিচিত এক ভাই সুনিল এই হাসপাতালেই জব করে। আনন্দ তাকেও চিনতে পারে না।তাই সুনিল তানভির কাছে অনুরোধ করে,যেন আনন্দকে বিশেষ ভাবে কেয়ার করে। আনন্দের ব্যাকস্টোরি কি? সে কি আদৌ সুস্থ্য হতে পারবে? তানভির সাথে আনন্দের সম্পর্কের শেষ পরিনতি কি?
সিনেমাটা একটা ইমুশন আমার কাছে। সালমান খান মারাত্মক অভিনয় করেছিল।যারা সালমান হ্যাটার,তাদের দেখা জরুরি।যদিও সিনেমাটা রিমেক ছিল।একটা ভারসন আছে মোহনলালের ও।সম্ভবত মেইন টা ইংলিশ কোন সিনেমা।সালমানের ক্র্যাজি পারফরম্যান্স ভালো লাগে।তেরে নামের পরেই ছিল এটা।যেমন রয়েছে কমেডি,তেমন রয়েছে ইমুশন। এক কথায় দারুণ। কারিনা কাপুরের সাথে সালমানের কোলাবোরেশান সবসময়ই জোশ।কিউ কি,বাজরাংগি ভাইজান,বডিগার্ড ৩ টাই প্রিয়। আরো আছে কিনা,মনে পড়ছে না।কারিনার পারফরম্যান্স খুবই ভালো ছিল। ক্লাইম্যাক্সে ৩৬ নং পেশেন্ট এর সাথে তার কানেকশন টা খুব ইমুশনাল।
জ্যাকি শ্রফের অভিনয় খুব ভাল লেগেছে।এ জুটির “ভারত” ও ভাল।সালমান যখন জ্যাকিকে “সুনিল ভাইয়া” বলে চিৎকার করে,সেটা আসলেই খুব ইমুশনাল।আর সুনিল ও যেন,আনন্দকে বাচাতে মরিয়া।এ যেন এক অন্যরকম সম্পর্ক,আপন ভাই না হয়েও।ক্লাইম্যাক্সে সুনিল চরিত্রে জ্যাকি শ্রফ যা করলো,তা একেবারেই অকল্পনীয়। কল্পনাতেও আসে নি,জ্যাকি এটা করতে পারে 💔
রিমি সেনের চরিত্র টি আফসোসের ছিল।রোমান্টিকতা দারুণ ছিল রিমি-সালমানের। তানভির বাবা চরিত্রে,ওম পুরির পারফরম্যান্স ভালো ছিল।রাফ এন্ড টাফ হয়ে গিয়েছিল লাস্ট দিকে। এছাড়া,সুনিল শেট্টি ক্যামিও দিয়েছিল। প্রেজেন্টেশন ভালো।মেন্টাল হসপিটালের কমেডি,আবেগ ভালমতো ফুটিয়ে তুলেছে।রোমান্টিক সং গুলো মনে ধরার মতোই। সব মিলিয়ে ছোটবেলার ইমুশন।যারা এখনো দেখেননি,মিস করলেন।
03. Name: Evaru (2019)
- Genres: Crime,Thriller
- Cast: Adivi Sesh, Regina Cassandra, Navin Chandra, Murali Sharma etc…
- Released: 15 August 2019
- P.R: 8.2/10
সিনেমার শুরুতেই সামিরা নামের এক মেয়ে,একটা খুন করে।তাকে ধর্ষনের চেষ্টা করেছিল,তাই সে খুন করতে বাধ্য হয়। পুলিশ এরেস্ট করে তাকে। তদন্ত শুরু করে সাব ইনস্পেকটর ভিক্রম ভাসুদেব। মিলতে থাকে চোখের আড়ালে ঘটে যাওয়া একের পর এক রহস্য। সামিরা কি কিছু হাইড করছে? খুনের পেছনে আসল রহস্য কি?
দারুণ একটা ক্রাইম থ্রিলার। বোর হতে দেবেনা।শেষ না হওয়া অব্দি,উঠে যাওয়া মুশকিল। রানটাইম ২ ঘন্টার কম। আদিভি শেষ এর অভিনয় দারুন লাগে আমার।Goodachari,Major, Hit 2 এগুলো দেখেছি তার জন্যই। সেরা ছিল। তার চরিত্রের টুইস্ট মারাত্মক লেগেছে। সামিরা চরিত্রে Regina Cassandra মূল ভুমিকায়। ভালো অভিনয় করেছে। পুরো সিনেমা জুড়ে একাই ১০০। পুরো সিমেমায় মস্তিষ্ক নিয়ে খেলেছে তার ক্যারেক্টার টা। সাথে সঙ্গ দিয়েছে নভিন চন্দ্র।বিশেষ চরিত্রে মুরালি শর্মার টুইস্ট টা খুব ভালো ।
04. Name: Kushi (2023)
- Genres: Romance,Drama
- Cast: Vijay Devarokonda, Samantha,Sachin Kheddekar,Murali Sharma,Sharanya Porovannan etc..
- Released: 1st September 2023
- P.R: 6.7/10
বিপ্লব গভমেন্ট জব করে।তার ইচ্ছায়ই সে কাশ্মিরে ট্রান্সফার হয়।সেখানে গিয়ে প্রেমে পড়ে আরাধ্য এর। বিপ্লবের বাবা একজন নাস্তিক।অন্যদিকে, আরাধ্য এর বাবা ধার্মিক। তাই এ দুজনের কখনো মতামতে মিল হয় না। বিয়েতে দুজনেরই মতামত নেই। এদিকে বিপ্লব ও আরাধ্য পরিবারের অমতে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এরপরেই,ঘটতে থাকে অঘটন। কি সেই অঘটন.? উভয় পরিবারের কি আদৌ মিল হবে? বিপ্লব-আরাধ্য এর ভালবাসা টিকবে? এসব প্রশ্নের উত্তরের জন্য সিনেমাটা দেখুন।
গল্প খুব আহামরি না।তবে প্রেজেন্টেশন ভালো। বিজয়,সামান্থার ক্যামিস্ট্রি মারাত্মক লেগেছে। তাদের সম্পর্ক, প্রেমের বিল্ড আপ সুন্দরভাবে উপস্থাপন করেছে। গানগুলো খুব সুন্দর। “আরাধ্য” টাইটেল সং টা আমার খুব ভাল লেগেছে। আলাদা করে ডাউনলোড করব ভাবছি।পার্টি সং টা ইঞ্জয়েবল ছিল। ১ম রোমান্টিক গান টাও ভাল ছিল।সাথে ড্যান্স স্টেপ। পারিবারিক ড্রামা দারুণ লেগেছে। ধর্মীয় বিষয় বস্তু ভালোভাবে দেখিয়েছে। মুরালি শর্মা ও সচিন খেদ্দেকারের স্নায়ুযুদ্ধ বেশ ছিল। “রকি অর রানি কি প্রেম কাহিনি” এর পর আরো এক সুন্দর রোমান্টিক ফ্যামিলি ড্রামা দেখলাম। মন ভরেছে।
05. Name: Bharat (2019)
- Genres: History,Drama
- Cast: Salman Khan, Katrina Kaif,Sunil Grover,Jacky Shroff,Sotish Koushik etc…
- Released: 05 June 2019
- P.R: 9.5/10
ছোটবেলায় ভারত-পাকিস্তান দাঙ্গায় হারিয়ে যায় ভারতের বাবা ও বোন।বাবা যাওয়ার আগে বলেছিল,মায়ের খেয়াল রাখতে,পরিবারের সকল দায়িত্ব বহন করতে।আশ্বাস দিয়েছিল বোনকে নিয়ে ফিরে আসবে। একটা পরিচিত দোকানের ঠিকানাও দিয়ে দিলো। একদিন না একদিন সেই দোকানে দেখা করবেই। সেই আশায় ভারত আজও বেচে আছে। দোকানটি কিনে নিয়েছে। কাউকে বিক্রি করবে না।কারন,তাহলে যদি বাবার সাথে দেখা না হয়। ভারতের ইচ্ছে কি পূরন হবে? শেষ অব্দি,বাবার সাথে সন্তানের দেখা হবে?
এই সিনেমা নিয়ে কিছু বলার ভাষা খোজে পাই না। জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত। বক্স অফিসে কেন যে ভালো পারফর্ম করলো না।হয়তো,কমার্শিয়াল এলিমেন্ট না থাকার কারনে,ভারতীয় অডিয়েন্স সাদরে গ্রহন করে নি। প্রেজেন্টেশন মারাত্মক ছিল।বিস্তারিত ভাবে সবকিছু প্রেজেন্ট করছে।কোন কমতি রাখে নি। সালমান খানের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় ছিল।বয়স্ক লুক টা দেখলেই আমি ইমুশনাল হয়ে পড়ি।এতটা ভালো ছিল।চশমা পরিহিত,বয়স্ক লুকে কান্নার সিন গুলো ভুলে যাওয়া মুশকিল।বিশেষ করে,বোনকে পাওয়ার পর, তার সেই কান্না দেখে ইমুশনাল হতে বাধ্য হবে যে কেউ।তার ভালো কামব্যাক আশা করছি।
ক্যাটরিনা কাইফকেও দারুণ লেগেছে। লুক থেকে শুরু করে অভিনয়।এমনকি,সালমান যখন তাকে ম্যাডাম স্যার বলে ডাকে,ভালো ছিল বিষয়টা। এছাড়াও,ভিলায়াতি খানের চরিত্রে,সুনিল গ্রোভারের অভিনয় দারুন লেগেছে।শুরু থেকে শেষ অব্দি সালমানের সাথে ছিল।যোগ্য সঙ্গ দিয়েছে। এছাড়াও,যার কথা না বললে অপূর্ণতা থেকে যাবে,সে হলো জ্যাকি শ্রফ।পুরো সিনেমায় না থেকেও যেন সে মূল ভুমিকায়।শুরুর দিকে চোখের সেই এক্সপ্রেশনে কি দূর্দান্ত।ক্লাইম্যাক্স তো আছেই।
দিশা পাটানি,টাবু,নোরা ফাতেহির ক্যামিও ভালো ছিল। ক্লাইম্যাক্স নিয়ে কিছু বলতে চাই না।জ্যাকি শ্রফের সাথে তার ইমুশনাল সংলাপ এখনো ভুলতে পারি না।আর কান্নার সিন নিয়ে তো বললামই।জ্যাকির সাথে এর আগে “Kyun Ki” তেও দারুণ ইমুশন জড়িয়ে আছে তার।এখানেও সেম। সংলাপ গুলো খুব টাচি ছিল।যেটার রেশ সিনেমা শেষেও মাথা থেকে যাবে না।বাবা ছেলের ইমুশন 💔
06. Name: Lust Stories 2 (2023)
- Genres: Drama
- Cast: Mrunal Thakur, Tilottoma Som,Amrita Suvash,Vijay Varma,Tamanna,Kajol Devgan etc..
- Released: 29 June 2023
- P.R: 7/10
সিনেমায় ৪টা গল্প রয়েছে। ১ম টা ম্রুনাল ঠাকুরের। ২য় টা তিলোত্তমা সোম ও অম্রিতা সুভাষের। ৩য় টা বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়ার। এবং লাস্ট কাজল দেবগানের। ১ম টাতে ব্যাখ্যা করা হয়, লাইফে সেক্সের প্রয়োজনীয়তা,বিবাহিত পরবর্তী জীবনে করনীয়। ২য় টাতে দেখানো হয়,অবিবাহিত নারীর সেক্সের প্রতি আকাঙ্ক্ষা।তবে,আত্মসম্মান বড় একটা ফ্যাক্টর। ৩য় টাতে দেখানো হয়, দীর্ঘদিন পর সাক্ষ্যাত হওয়া স্বামী স্ত্রী এর থ্রিলিং ফ্ল্যাশব্যাক।
এন্ড,লাস্ট দেখানো হয়,সংসার টিকিয়ে রাখতে,নিজের সন্তানের মুখে চেয়ে,চরিত্রহীন স্বামীর অত্যাচার সহ্য করা এক নারীর গল্প। আমার ১ম টা বাদে,বাকি ৩ টাই ভালো লাগছে। ২য় টা ইঞ্জয়েবল লেগেছে। ৩য় ও ৪র্থ টাতে অকল্পনীয় টুইস্ট ছিল।যা খুব ভাল লেগেছে । একা দেখবেন। বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়ার অন্তরঙ্গ সিকুয়েন্স টা টপ। চাইলে দেখতেই পারেন।
07. Name: Chup:Revenge of the Artist (2022)
- Genres: Psychological,Crime, Thriller
- Cast: Dulqar Salman, Shreya Dhanantari, Sani Deol,Puja Bhatt,Sharanya etc…
- Released: 23 September 2022
- P.R: 10/10
শহরে একের পর এক ফিল্ম ক্রিটিক নৃশংসভাবে খুন হচ্ছে। লাশের কপালে বা শরীরে স্টার মার্ক দিয়ে রেটিং দিচ্ছে খুনি।তদন্ত করে জানা যায়,সেই ফিল্ম ক্রিটিকরা বাজে রেটিং এবং মজাদার পোস্ট দিত সিনেমা নিয়ে। পুলিশ অনেক চেষ্টা করছে,কিন্তু খুনিকে ধরা যেন অসম্ভব। খুবই চালাক,ফিঙ্গারপ্রিন্ট বা ন্যূনতম কোন ক্লু অব্দি রেখে যায় না। খুনি ফিল্ম ক্রিটিকদের প্রতি এত ক্ষুব্ধ কেন? তার আসল পরিচয় কি? পুলিশ কি সিরিয়াল কিলারকে ধরতে সক্ষম হবে?
এই সিনেমার গল্প নিয়ে কিছু বলার সাধ্য আমার নেই। যত বলব,ততই কম হয়ে যাবে। গল্পে মেতে থাকবে যে কেউ,বোরিং হয়ার কোন চান্সই খুজে পাবে না। পরদে পরদে টুইস্ট। শেষ না করে উঠার সাধ্য নেই। এরকম গল্প কিভাবে মাথায় আসলো। জাস্ট আউটস্ট্যান্ডিং। দুলকার সালমান কি ক্যারেক্টর এ আছে,এটা সবাই জানে। বা ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন। বলিউডে আসলে সবাই যেন অন্যরকম হয়ে যায়,মানে ডিফারেন্ট কিছু। আমি দুলকার সালমানের আরো কিছু ফিল্ম দেখেছি,তবে এটাই সেরা লাগছে। এমনকি,সিতা রামাম থেকেও এই সিনেমায় সেরা অভিনয় ছিল। এলোমেলো চুল,একা একা নিজের সাথে কথা বলা,এরকম একটা চরিত্রে মিশে গিয়েছিল সে পুরোপুরি।
নায়িকার ভুমিকায় শ্রেয়া বেশ ভাল করেছে। তার ফিল্ম ক্রিটিক হয়ার তীব্র ইচ্ছা। দুলকারের সাথে রোমান্টিকতা বেশ ইঞ্জয়েবল ছিল। পুলিশ অফিসার চরিত্রে সানি দেওল পুরো সিনেমায় দাপিয়ে বেড়িয়েছে। একদিকে সাইকো কিলার,তো অন্যদিকে সানি দেওল।তার ইনভেস্টিগেশন, গভীর চিন্তাভাবনা এসব ভালোমতো প্রেজেন্ট করছে। সাইকোলজিস্টের ক্যারেক্টারে পুজা ভাট দারুণ করেছে। অমিতাভ বচ্চনের ক্যামিও টা ভালো লেগেছে। ভালো একটা মেসেজ ছিল সিনেমায়। ফিল্ম নিয়ে অনেকের অযথা বিরক্তিকর মন্তব্যে,কারো স্বপ্ন,স্বাভাবিক জীবন বিপন্ন হতে পারে। অথচ, তার জীবনটা অন্যরকম হতে পারতো। কারো ইমুশনকে কেবলমাত্র রেটিং দিয়ে জাজ করা উচিত নয়। যারা দেখেননি, তাদের জন্য মাস্টওয়াচ।
Checkout our latest article about মিস্ট্রি-থ্রিল ভরপুর সেরা ৭ ব্লকবাস্টার